নিপকোর পাইপলাইন বিস্ফোরণ,দুর্ঘটনা এড়ানো যেতো,বলল উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি

নিপকোর পাইপলাইন বিস্ফোরণ,দুর্ঘটনা এড়ানো যেতো,বলল উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি

গুয়াহাটিঃ উমরাংশুর কাছে কপিলি জলবিদ্যুৎ প্ৰকল্পের পাওয়ার হাউসে গত ৭ অক্টোবর জলের পাইপলাইন ফেটে বেশ কজন শ্ৰমিক ভেসে গিয়েছিলেন। ওই ভয়ঙ্কর ঘটনা এড়ানো যেতো বলে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের দ্বারা গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি অভিমত প্ৰকাশ করেছে। কমিটি আরও বলেছে,নিপকো কর্তৃপক্ষের অবহেলার জন্যই যে এমন ভয়াবহ ঘ্টনা ঘটেছে সেটাও এড়িয়ে যাবার নয়। পার্বত্য এলাকা,খনি ও খনিজ দপ্তরের মন্ত্ৰী সুম রংহাং-এর নেতৃত্বে চলতি বছরের ১১ অক্টোবর উচ্চ পর্যায়ের কমিটিটি গঠন করা হয়েছিল পাইপলাইন বিস্ফোরণের ঘটনা সরেজমিনে পরিদর্শনের জন্য। কমিটির সদস্যরা গত ১৩ অক্টোবর ওই স্থান পরিদর্শনকালে বিভিন্ন সামাজিক,ছাত্ৰ সংগঠন,বরিষ্ঠ নাগরিক,নিপকো ব্যবস্থাপক মণ্ডলী,ডিমা হাসাও জেলা ও পুলিশ প্ৰশাসন সহ বিভিন্ন দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

স্থানটি প্ৰাথমিকভাবে জরিপ করার পর কমিটির সদস্যরা এটাকে একটা দুর্ঘটনাজনিত মামলা বলে অভিহিত করেন। তবে সমাজ বিরোধীদের যে এই কাজের পিছনে হাত থাকতে পারে সেই সম্ভাবনা অবশ্য উড়িয়ে দেয়নি কমিটি। কমিটির সদস্যরা বলেন,ঘটনার কারণ সম্পর্কে নিপকো কর্তৃপক্ষ সন্তোষজনক কোনও জবাব দিতে পারেননি। উল্টে নিপকো বিষয়টি উচ্চ পর্যায়ের কমিটি বা এক্ষেত্ৰে যারা অভিজ্ঞ ও বিশেষজ্ঞ তাদের কাছে তোলোর সুপারিশ করেছে। ‘তারা বলেছে মেঘালয়ে অবৈধভাবে উন্মুক্ত কয়লা খননের জন্য প্ৰকল্পের লোহার পাইপে মরচে ধরে এই ঘটনা ঘটার একটি কারণ হতে পারে। তবে এধরনের ঘটনা রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যেকোনও ধরনের ঘটনা রুখতে পাইপ দেখভাল ও মেরামতির কাজ নিয়মিত করা হচ্ছে’-উল্লেখ করেছে কমিটি। উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি ইতিমধ্যেই তাদের রিপোর্ট মুখ্যমন্ত্ৰীর কাছে দাখিল করেছে। উল্লেখ্য,সম্প্ৰতি কপিলি প্ৰকল্পের অভিশপ্ত স্থান থেকে চার শ্ৰমিকের শব উদ্ধার করা হয়েছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অটল অমৃত অভিযানের আওতায় আরও ছটি রোগ

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: ULFA (I) releases head fitter Gaurango Dey of Shankar Tea Estate in Tinsukia

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com