Begin typing your search above and press return to search.

গৌহাটি হাইকোর্ট রিক্ৰুটমেন্ট ২০২০

গৌহাটি হাইকোর্ট রিক্ৰুটমেন্ট ২০২০

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  12 Feb 2020 12:33 PM GMT

গৌহাটি হাইকোর্ট রিক্ৰুটমেন্ট ২০২০

আসাম জুডিশিয়াল সার্ভিসের(এসিসটিং অ্যান্ড এন্টিসিপেটেড)২৭টি(সাতাইশটি)পদে নিয়োগের জন্য যোগ্য প্ৰার্থীদের কাছ থেকে ২৬-০২-২০২০-র বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদনপত্ৰ চাওয়া হচ্ছে।

পে স্কেল হচ্ছে ২৭,৭০০-৭৭০ প্ৰতিমাসে অন্যান্য ভাতাও থাকছে রুলস অনু্যায়ী।

পদের নামঃ আসাম জুডিশিয়াল সার্ভিস

পদের সংখ্যাঃ ২৭

বেতনঃ ২৭,৭০০-৪৪,৭৭০ টাকা প্ৰতিমাসে

বয়সঃ ৩৮-৪৩ বছর

চাকরির স্থানঃ গুয়াহাটি

শেষ তারিখঃ ২৬-০২-২০২০

আবেদন মাশুলঃ এসসি/এসটি ২৫০ টাকা,পিডব্লিউডি প্ৰয়োজন নেই,অন্যান্যদের ক্ষেত্ৰে ৫০০ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখঃ

১. অনলাইনে আবেদনপত্ৰ দাখিল শুরু হবে ১২-০২-২০২০-র ১২ টা থেকে

২. অনলাইনে আবেদনপত্ৰ দাখিলের শেষ তারিখ ২৬-০২-২০২০-র বিকেল ৫টা পর্যন্ত।

৩. মাশুল পেমেন্টের শেষ তারিখ ২৯-০২-২০২০-র ব্যাংক লেনদেন চলার সময় পর্যন্ত

টু অ্যাপ্লাইঃ সে সমস্ত প্ৰার্থীদের প্ৰয়োজনীয় যোগ্যতা রয়েছে তারা নিচে উল্লেখ করা ওয়েবসাইট www.ghconline.gov.in ইঙ্গিত দেওয়া হোম পেজ ফলো করে আবেদন করতে পারবেন। ক্যাপশনের নিচে স্ক্ৰলে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই দেখা যাবে। এই পর্যায়ে উল্লেখ করা নির্দেশিকা সতর্কতার সঙ্গে পড়ে নেবেন। যে সব প্ৰার্থীরা ফেজ 1-এ রেজিস্ট্ৰেশন কোড করবেন তাদের প্ৰোফাইলে বিস্তারিত তথ্য বিশেষ করে লিঙ্গ,ক্যাটেগরি,ঠিকানা,শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা এবং প্ৰার্থিত্বের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বাটনে ক্লিক করে সেভ করা যাবে।

(রেফার নোটিফিকেশন)

Apply Online: Click here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জব ফর স্পেশালিস্ট ক্যাডার অফিসার্স

Next Story
সংবাদ শিরোনাম