স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জব ফর স্পেশালিস্ট ক্যাডার অফিসার্স

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জব ফর স্পেশালিস্ট ক্যাডার অফিসার্স
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট ক্যাডার অফিসার্স পদে নিয়োগের লক্ষ্যে যারা এলএলবি সম্পূর্ণ করেছেন তাদের জন্য চাকরির বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। আগ্ৰহী ও যোগ্য প্ৰার্থীরা নির্ধারিত ফরম্যাটে ১২-০২-২০২০ তারিখ অথবা তার আগে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট পদে আবেদন করার আগে প্ৰার্থীদের যোগ্যতার মান ইত্যাদি জানার জন্য সরকারি বিজ্ঞপ্তি ভাল করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চাকরির জন্য সরকারি বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হয়েছে।
পদের নামঃ স্পেশালিস্ট ক্যাডার অফিসার্স
পদের সংখ্যাঃ ৪৫
বেতনঃ ৩১,৭০৫-৪৫,৯৫০ টাকা প্ৰতিমাসে
চাকরির স্থানঃ ভারত জুড়ে
বাছাই প্ৰক্ৰিয়াঃ লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার
শেষ তারিখঃ ১২-০২-২০২০
আবেদন মাশুলঃ(অফেরৎযোগ্য)৭৫০ টাকা(সাতশো পঞ্চাশ টাকা মাত্ৰ)শুধু জেনারেল,ইডব্লিউএস এবং ওবিসি প্ৰার্থীদের জন্য। এসসি/এসটি/পিডব্লিউডি/এক্স সার্ভিসম্যান প্ৰার্থীদের জন্য ফি/ইন্টিমেশন চার্জ লাগছে না।
টু অ্যাপ্লাইঃ প্ৰার্থীদের অনলাইনে এসবিআই ওয়েবসাইট https://bank.sbi/careers OR https://www.sbi.co.in -এ নাম রেজিস্টার করতে হবে এবং আবেদন মাশুল আদায় দেওয়া যাবে ইন্তারনেট ব্যাংকিং/ডেবিট কার্ড/ক্ৰেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে।
Details: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ কেকেএইচএসওইউ রিক্ৰুটমেন্ট ২০২০