Begin typing your search above and press return to search.
গৌরব গগৈকে সিকিম ও মণিপুরের বাড়তি দায়িত্ব কংগ্ৰেস সভাপতির

গুয়াহাটিঃ কংগ্ৰেসের সর্বভারতীয় সভাপতি অসমের দলীয় সাংসদ গৌরব গগৈকে সিকিম ও মণিপুর কংগ্ৰেসের ইন-চার্জ হিসেবে নিয়োগ করেছেন। গগৈ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্বে রয়েছেন। এখন সিকিম ও মণিপুরের বাড়তি দায়িত্বও গগৈর কাঁধে চাপানো হয়েছে। এদিকে লুইজিনহো ফেলেইরিও উত্তর পুবের অন্যান্য রাজ্যে দলের সাধারণ সম্পাদকের পদে বহাল থাকছেন। কংগ্ৰেসের এক প্ৰেস বিবৃতিতে এখবর জানানো হয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ঢেকিয়াজুলির চেনিমারিতে উন্মত্ত দুই যুবকের হাতে প্ৰহৃত চিকিৎসক
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch Wedding Anniversary of Two Trees in Guwahati
Next Story