অসমের ঐতিহ্যপূর্ণ মেখেলা চাদরে শোভিত নয়ডার দুর্গা প্ৰতিমা

অসমের ঐতিহ্যপূর্ণ মেখেলা চাদরে শোভিত নয়ডার দুর্গা প্ৰতিমা

নয়াদিল্লিঃ পাহাড় ঘেরা উত্তর-পূর্বাঞ্চল থেকে অনেক দূরে নয়ডা। অথচ এবার নয়ডার একটি পুজো মণ্ডপে দুর্গা প্ৰতিমাকে সাজানো হয়েছে অসমের ঐতিহ্যপূর্ণ মেখেলা চাদর দিয়ে। নয়ডা অসমিয়া দুর্গোৎসব সংস্থার(এনএডিএ)সক্ৰিয় সদস্যরা দেশের রাজধানী অঞ্চলে(এনসিআর)দুর্গা প্ৰতিমাকে অসমের পরম্পরাগত মেখেলা চাদরে শোভিত করে একটা মহৎ কাজ করেছে। পুরো মণ্ডপে অসমের সংস্কৃতি ও ঐতিহ্যকে ফুঁটিয়ে তোলা হয়েছে নিপুণ হাতে।

এখানে উল্লেখ করা যেতে পারে যে ২০১৭ সালেও নয়ডা,বৃহত্তর নয়ডা এবং গাজিয়াবাদে বসবাসকারী অসমিয়া মানুষ একজোট হয়ে প্ৰথমবার দুর্গোৎসব পালন করেছিলেন সম্পূর্ণ অসমিয়া পদ্ধতিতে।

সেই শুরু থেকেই এনএডিএ-র সদস্যরা সেক্টর ১১৯-এ পরম্পরাগত প্ৰথায় দুর্গা পুজো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন।

ধবধরে সাদা কাপড়ে এমন ভানে মণ্ডপ ঘেরা হয়েছে যাতে চন্দ্ৰালোক দেবীকে স্পর্শ করতে না পারে। এনসিআর-এর বিভিন্ন স্থান থেকে পুরুষ,মহিলা ও শিশুরা পরম্পরাগত পোশাকে সেজে মণ্ডপে এসে ভিড় জমান। পুরো পুজোটায়ই দেখা গিয়েছে অসমের ঐতিহ্যপূর্ণ পরম্পরার ছাপ। প্ৰত্যেকেই ফুরফুরে মেজাজে চুটিয়ে উপভোগ করেছেন পুজোর আনন্দ।

এনএডিএ-র প্যান্ডেলে প্ৰতিবছরই অসমের জনপ্ৰিয় সংগীত শিল্পীদের আমন্ত্ৰণ জানানো হয়। রাতের সাংস্কৃতিক সন্ধ্যার এই আসরের প্ৰতি একটা দুর্বার আকর্ষণ অনুভব করেন নয়ডার অসমিয়া সমাজ। এমনকি এই মণ্ডপে যে সমস্ত খাদ্য পরিবেশন করা হয় সেগুলোও সম্পূর্ণ অসমিয়া ঘরানার।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Durga Puja 2019 : Theme of ‘Beti Bachao, Beti Padhao’ at a Durga Puja Pandal in Bongaigaon

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com