গোলাঘাট কমার্স কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০

গোলাঘাট কমার্স কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০
গোলাঘাট কমার্স কলেজ অ্যাসিস্টেন্ট প্ৰফেসরের ৫টি পদে নিয়োগের জন্য এক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য প্ৰার্থীদের কাছ থেকে আবেদনপত্ৰ আহ্বান করেছে।
পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর(অসমিয়া.ইকনোমিক্স,ব্যাংকিং,ম্যানেজমেন্ট,স্ট্যাটেস্টিক্স)
পদের সংখ্যাঃ ০৫[(১)ইউআর,(১)এসটি(পি),(১)এসসি,(১)ইউআর(পিডব্লিউ ডি),(১)ওবিসি/এমওবিসি)]
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনপত্ৰ দাখিলের শেষ তারিখের আগে প্ৰার্থীর প্ৰয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। এমফিল/পিএইচডি/সেমিনার পেপারস পাবলিকেশনের মতো যোগ্যতা অর্জনকারীরা সাক্ষাৎকারের তারিখের আগে তা পেশ করতে হবে। এগুলো পরে দাখিল করলে চলবে না।
বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত প্ৰার্থীর বয়স যেন ৩৮-এর বেশি না হয়। এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীর ক্ষেত্ৰে ৫ বছর ছাড় এবং ৩ বছর রেহাই দেওয়া হবে ওবিসি/এমওবিসি প্ৰার্থীর ক্ষেত্ৰে।
পেঃ ইউজিসি স্কেল অনু্যায়ী বেতন এবং রুলস অনু্যায়ী আন্যান্য ভাতাও
কিভাবে আবেদন করবেনঃ প্ৰতিটি আবেদনের সঙ্গে ২০০০ টাকার(দুহাজার টাকা)(অফেরৎযোগ্য)ডিমান্ড ড্ৰাফট প্ৰিন্সিপাল,গোলাঘাট কমার্স কলেজ,গোলাঘাটের অনুকূলে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে ১৮-০২-২০২০ তারিখে বিজ্ঞাপন প্ৰকাশের ১৫ দিনের মধ্যে।
ঠিকানাঃ প্ৰিন্সিপাল/সেক্ৰেটারি,গোলাঘাট কমার্স কলেজ
শেষ তারিখঃ ১৫ দিন
Details: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অ্যাটমস সিনিয়র সেকেন্ডারি স্কুল,বরপেটা রিক্ৰুটমেন্ট ২০২০