গুয়াহাটিঃ রাজ্যের পরিবেশ ও বন বিভাগ এক বিজ্ঞপ্তি জারি করে প্লাস্টিকের ব্যবহার,উৎপাদন,আমদানি,সরবরাহ,মজুতকরণ,পরিবহণ,বিক্ৰি অথবা ৫০ মাইক্ৰোনের কম প্লাস্টিক ব্যাগ বণ্টন,৬০এম এম-এর কম ব্যাসার্দ্ধের এবং ৫০ মাইক্ৰোনের কম ঘনত্বের প্লাস্টিক কাপ,ক্ষণস্থায়ী পিভিসি জনতা ভবন চত্বরে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,সিঙ্গল ইউজ প্লাস্টিকের জলের বোতল যা প্লাস্টিক বর্জ্যের জন্ম দিচ্ছে সেগুলো সভা,সম্মেলন ইত্যাদি সহ অফিস প্ৰাঙ্গণে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। তবে ধাতু,গ্লাস,বাঁশ অথবা অন্যান্য সামগ্ৰী দিয়ে প্ৰস্তুত সামগ্ৰী এর পরিবর্তে ব্যবহার করা যাবে। সভা,সম্মেলন,কেবিন ইত্যাদিতে জল ফেলার জন্য কাগজের কাপ ব্যবহার করা যেতে পারে। প্লাস্টিকের চামচ,ফর্ক,কাপ,প্লাস,ক্লিং ফিল্ম,কেচআপ সস অথবা অন্যান্য সচেট,খড়,প্লেট ইত্যাদি জনতা ভবন চত্বরে মোটেই ব্যবহার করা চলবে না। পরিবেশের গুরুতর ক্ষতি না হয় এমন বিকল্প সামগ্ৰী এর পরিবর্তে ব্যবহার করা যাবে-উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার লক্ষ্যে এবং প্লাস্টিক বর্জ্য থেকে পরিবেশ বাঁচানোর তাগিদেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিঙ্গল ইউজ প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে জসচেতনতা গড়ে তোলা এবং বিকল্প ব্যবস্থা উদ্ভাবনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাজ্যের সত্ৰগুলির উন্নয়নে বরাদ্দ দুকোটি টাকা
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: NDFB(S) Militants nabbed in Kokrajhar, Assam