রাজ্যের সত্ৰগুলির উন্নয়নে বরাদ্দ দুকোটি টাকা

রাজ্যের সত্ৰগুলির উন্নয়নে বরাদ্দ দুকোটি টাকা

গুয়াহাটিঃ রাজ্যের সত্ৰগুলির উন্নয়নে অসম সরকার ২ কোটি টাকা মঞ্জুর করেছে। ধর্মীয় প্ৰতিষ্ঠানগুলির সুরক্ষা,সংরক্ষণ এবং উন্নয়নে এই অর্থ ব্যবহার করা হবে। রাজ্যের প্ৰত্নতাত্ত্বিক সঞ্চালকালয় সংশ্লিষ্ট জেলাশাসকদের মাধ্যমে স্কিমগুলি রূপায়ণ করবে।

এদিকে,রাজ্য প্ৰত্নতাত্ত্বিক সঞ্চালকালয় ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ২০টি সত্ৰকে বাছাই করেছে। অই স্কিমের অধীনে ২০টি সত্ৰের প্ৰত্যেকটিকে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে। স্কিম অনু্যায়ী প্ৰত্নতাত্ত্বিক সঞ্চালকালয় সংশ্লিষ্ট জেলাশাসকদের উদ্দেশে তহবিল রিলিজ করবে এবং জেলাশাসকরা সেই অর্থ সংশ্লিষ্ট সত্ৰগুলোকে দেবেন তাদের প্ৰয়োজনীয় কাজে ব্যবহার করার জন্য।

দ্য সেন্টিনেলের সঙ্গে কথা বলার সময় প্ৰত্নতত্ত্ব বিভাগের মন্ত্ৰী কেশব মহন্ত বলেন,‘সত্ৰগুলোর উন্নয়ন সর্বানন্দ সোনোয়াল সরকারের একটা অন্যতম বিষয়। আর সেজন্যই সরকার সত্ৰগুলির বিকাশে উঠেপড়ে লেগেছে। এই প্ৰয়াস জারি থাকবে’।

সে সমস্ত সত্ৰকে বাছাই করা হয়েছে সেগুলি হচ্ছে মাজুলি জেলার শ্ৰীশ্ৰী মাজুলি বর আলেঙিসত্ৰ,গোয়ালপাড়া জেলার বসুওয়ানে কেওলিয়া হাতি,কামরূপ জেলার লাউকুরি সত্ৰ,লখিমপুর জেলার বগিনদীর ঘারমোরা সত্ৰ,ধুবড়ি জেলার দিনদিনগা শ্ৰীনগর সত্ৰ,ডিব্ৰুগড় জেলার চাবুয়ার দিনজয় সত্ৰ,গোলাঘাট জেলার বোকাখাতের চিপোহা সত্ৰ,গহপুরের রাজবারি বেলগুরি সত্ৰ এবং সতিয়ার কমলাবারি সত্ৰ। এই দুটোই বিশ্বনাথ জেলায় রয়েছে। শিবসাগর জেলার দুটো সত্ৰ শালগুড়ি এবং কোঁয়রপুর বরখাটপার সত্ৰ,ভবানীপুরের কলাবারির শ্ৰীশ্ৰী রামচরণ ঠাকুর সত্ৰ,সর্থেবারির বেলবারি সত্ৰ এবং পাঠশালার আকোয়া সত্ৰ। এই সবকটি রয়েছে বরপেটা জেলায়। মরিগাঁও জেলার তরাবারি কলচিলা সত্ৰ এবং নাওকটা কলচিলা সত্ৰ। ব্ৰাহ্মণ গাঁওয়ের শ্ৰীশ্ৰী শালশালির শ্ৰীশ্ৰী জাগোরাল সত্ৰ,চাউলধোয়ার জয়পুরগাঁওয়ের পুনিয়া সত্ৰ,কলিয়াবরের হাটবরের চিপোহা সত্ৰ এবং ননৈর ভাগওয়াটি ব্ৰহ্মচারী সত্ৰ। এই সত্ৰগুলি রয়েছে নগাঁও জেলায়।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 300 hectares of paddy fields affected in Sivasagar District | The Sentinel News | Assam News

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com