জি এস রোডে উত্তপ্ত পরিস্থিতি, ছাত্ৰ-ছাত্ৰীদের ওপর পুলিশের লাঠি

জি এস রোডে উত্তপ্ত পরিস্থিতি, ছাত্ৰ-ছাত্ৰীদের ওপর পুলিশের লাঠি

নাগরিকত্ব সংশোধনী বিলের (ক্যাব)প্ৰতিবাদে বুধবারও উত্তপ্ত গুয়াহাটি মহানগরীর পরিস্থিতি। বিভিন্ন দল, সংগঠনের পাশাপাশি ছাত্ৰ সমাজ পথে নেমে করছেন বিলের বিরোধিতা। কটন কলেজ এবং সন্দিকৈ গার্লস কলেজের ছাত্ৰ-ছাত্ৰীরা বিলের বিরুদ্ধে প্ৰ্তিবাদ জানাতে পথে নেমে আসেন।

প্ৰ্তিবাদকারীরা কটন কলেজ থেকে দিশপুর অভিমুখে রওনা হন। এবিসির কাছে পুলিশ ব্যারিকেড বসিয়ে প্ৰতিবাদেকারীদের আটকায়। কিন্তু প্ৰতিবাদকারীরা ব্যারিকেড ভেঙে এগোবার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর লাঠি চালায় এবং শুন্যে গুলি চালায় । লাঠিতে আহত হন কায়্কজন ছাত্ৰ ছাত্ৰী। গুয়াহাটি মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ৰরাও জি এস রোডে প্ৰ্তিবাদ মিছিন বের করেন। দিশপুরে প্ৰতিবাদকারিদের ছত্ৰভঙ্গ করতে পুলিশ শূন্যে গুলি চালায়। এদিন জি এছ রোডে দোকানপাটও বন্ধ হয়ে যায়।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com