গুয়াহাটি ক্ৰমেই অপরাধীর স্বর্গরাজ্য হয়ে উঠছে

গুয়াহাটি ক্ৰমেই অপরাধীর স্বর্গরাজ্য হয়ে উঠছে

গুয়াহাটিঃ গুয়াহাটি ক্ৰমেই অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে। মহানগরীতে অপরাধের হার বেড়ে চলার এই কঠোর সত্যটিকে মেনে নিতেই হয়। ২০১৫ সালে গুয়াহাটি পুলিশ কমিশনারেট কার্যকরী হয়েছে। এই কমিশনারেটের অধীনে তিনটি পুলিশ জেলা রয়েছে,যার মোট থানার সংখ্যা হচ্ছে ২০টি। কিন্তু এই পুলিশি ব্যবস্থা উত্তর পূর্বের প্ৰবেশদ্বার হিসেবে পরিচিত মহানগরী গুয়াহাটির বিভিন্ন প্ৰান্তে ক্ৰমবর্ধমান অপরাধের ঘটনা রুখতে ব্যর্থ হয়েছে। শহরে অপরাধের রিপোর্ট অনু্যায়ী,২০১৮ সালে কমিশনারেটের ওই ২০টি থানায় সর্বাধিক ১৮,৪৩৬টি অপরাধজনিত মামলা নথিভুক্ত করা হয়েছিল। ২০১৯ সালে এজাতীয় অপরাধের মামলার সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০,৭২৮ টিতে দাঁড়ায়।

কমিশনারেটের অধীনস্থ সেন্ট্ৰাল পুলিশ জেলায় নয়টি থানা রয়েছে। যেখানে চান্দমারি পুলিশ থানায় ১৭৬৬টি মামলা নথিভুক্ত করা হয়েছে। নুনমাটি থানায় নথিভুক্ত করা মামলার সংখ্যা ৮০৮,গীতানগর থানায় ৫৮৭টি,প্ৰাগজ্যোতিষপুর থানায় ২৭৬,সাতগাঁও থানায় ৩৫৬,পানবাজার থানায় ৯১১,পল্টনবাজার থানায় ১৪২৮,পানবাজারের অল ওম্যান পুলিশ থানায় ১৮৯ এবং লতাশিল থানায় ৪৩২টি মামলা নথিভুক্ত রয়েছে।

ওদিকে পশ্চিম পুলিশ জেলার আধীনে থানা রয়েছে পাঁচটি। ২০১৯ সালে এই পাঁচটি থানায় নথিভুক্ত মামলার সংখ্যা ৫৩২৭টি। এরমধ্যে ভরলুমুখ থানায় ৮৪৪,জালুকবাড়ি ২০৩৯টি,গড়চুক থানায় ৯৭৩ এবং ফাটাশিল আমবাড়ি পুলিশ থানায় ৫৬৯ এবং আজরা থানায় ৯০২টি মামলা নথিভুক্ত রয়েছে।

ইস্ট পুলিশ জেলার অধীনে থানা রয়েছে ৬টি। ২০১৯-এ এই থানাগুলোতে নথিভুক্ত সর্বমোট মামলার সংখ্যা ৮৬৪৮ টি। ২০১৯-এ কমিশনারেটের এই পুলিশ জেলার অধীন দিশপুর থানায় সর্বাধিক সংখ্যক মামলা নথিভুক্ত হয়েছে। ২০১৯ সালে এই থানায় নথিভুক্ত মামলার সংখ্যা হচ্ছে ৩,৯২৯টি। ওদিকে হাতিগাঁও থানায় ৯৪৯,বশিষ্ঠ থানায় ২,২১৪,ভঙাগড় থানায় ৬০১,ক্ষেত্ৰি থানায় ২২৬ এবং সোনাপুর থানায় ৭২৯টি মামলা নথিভুক্ত হয়েছে ২০১৯ সালে।

মামলাগুলোর প্ৰকৃতি বিচার করলে দেখা যায় যে চুরির ঘটনাই ঘ্টছে সর্বাধিক। মহানগরীতে গতবছর সাকুল্যে চুরির ঘটনা ঘটেছে ৪,৩২৮টি। পরবর্তী স্থানে রয়েছে প্ৰতারণার মামলা। এসময়ে প্ৰতারণার মামলা নথিভুক্ত হয়েছে ২,২৬৫টি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Bir Lachit Sena leader Shrinkhal Chaliha demands release of Akhil Gogoi and other KMSS leaders

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com