অসম চুক্তির ৬নং দফা নিয়ে উচ্চস্তরীয় কমিটির রিপোর্ট গ্ৰহণ করতে কেন্দ্ৰকে আর্জি আসুর

অসম চুক্তির ৬নং দফা নিয়ে উচ্চস্তরীয় কমিটির রিপোর্ট গ্ৰহণ করতে কেন্দ্ৰকে আর্জি আসুর

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু)অসম চুক্তির ৬নং দফা নিয়ে উচ্চস্তরীয় কমিটির প্ৰতিবেদন গ্ৰহণ করে তা সময় ভিত্তিতে রূপায়ণ করার জন্য রবিবার কেন্দ্ৰীয় সরকারের কাছে আর্জি জানিয়েছে। আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ দ্য সেন্টিনেলকে বলেন,১৯৫১ সাল থেকে ১৭৭১-এর ২৫ মার্চ পর্যন্ত রাজ্যে আসা বাংলাদেশিদের বোঝা নিতে হওয়ার জন্য রাজ্যের খিলঞ্জিয়া মানুষের অস্তিত্ব,সংস্কৃতি এবং ভাষার রক্ষাকবচের ব্যবস্থা করার বিষয়টি অসম চুক্তির ৬নং দফায় সন্নিবিষ্ট করা হয়েছে। তিনি বলেন,রাজ্যের খিলঞ্জিয়া মানুষের জন্য চুক্তির ৬নং দফা রূপায়ণের বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।

‘আমরা জানতে পেয়েছি যে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল আগামি ২৫ ফেব্ৰুয়ারি মন্ত্ৰিসভার উপস্থিতিতে ৬নং দফা নিয়ে উচ্চস্তরীয় কমিটির প্ৰতিবেদনটি গ্ৰহণ করবেন। আসু নেতারা অবশ্য প্ৰস্তাবিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। প্ৰতিবেদনটি কে বা কারা দাখিল করবে আসুর কাছে তা কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়। ‘আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রিপোর্টটির সময় ভিত্তিতে সক্ৰিয়ভাবে রূপায়ণ করা’-বলেন গগৈ। লুরিনজ্যোতি গগৈ ছাড়াও আসুর সভাপতি দীপাঙ্ক কুমার নাথ এবং ছাত্ৰ সংগঠনের মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য উচ্চস্তরীয় কমিটির সদস্যও বটে। ২০২০-র ১০ ফেব্ৰুয়ারি উচ্চস্তরীয় কমিটির ওই রিপোর্টটিতে স্বাক্ষর করেছেন তাঁরা। ১৪ সদস্যের উচ্চস্তরীয় কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন বিচারপতি(অবসরপ্ৰাপ্ত)বিপ্লব কুমার শর্মা।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আমরা একটা নির্ভুল এনআরসি চাইঃ আসু

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam government to provide arsenic-free drinking water in river island Majuli

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com