অনলাইনে ছুটির আবেদন দাখিলে হাইলাকান্দিই অসমের প্ৰথম জেলা

অনলাইনে ছুটির আবেদন দাখিলে হাইলাকান্দিই অসমের প্ৰথম জেলা

হাইলাকান্দিঃ হাইলাকান্দি জেলা প্ৰশাসনের অধীনে কর্মরত সরকারি কর্মীদের এখন থেকে ছুটির জন্য অনলাইনে তাঁদের আবেদন দাখিল করতে হবে এবং ডিজিটেল অনুমোদনের পরই তারা ছুটিতে যেতে পারবেন। এরপর থেকে কাগজে লেখা কোনও আবেদন আর গ্ৰহণ করা হবে না। অসমে এধরনের ব্যবস্থা চালু করার ক্ষেত্ৰে হাইলাকান্দিই প্ৰথম জেলা। হাইলাকান্দির জেলাশাসক কীর্তি জলি মঙ্গলবার তাঁর কার্যালয়ের কনফারেন্স হলে এই নতুন ‘অনলাইন লিভ’ পদ্ধতির উদ্বোধন করেন।

জেলাশাসকের কার্যালয় ছাড়াও জেলার সার্কল কার্যালয়ও এই নতুন ব্যবস্থার অধীনে আসছে। অতিরিক্ত জেলাশাসক ওমর শরিফ জেলাশাসকের প্ৰতিষ্ঠানে ছুটি সম্পর্কিত বিষয়টি দেখাশোনা করবেন। অন্যদিকে সার্কল অফিসার তাদের সংশ্লিষ্ট কার্যালয়গুলোর কর্মীদের ছুটি সংক্ৰান্ত বিষয়টি দেখভালের দায়িত্বে থাকছেন।

কর্মচারীরা ছুটির জন্য অনলাইনে যে সব আবেদন জানাবেন সেগুলো অনুমোদনের জন্য রিপোর্টিং অফিসারের কাছে যাবে। প্ৰত্যেক কর্মচারীকে একটি লগইন আইডি ও পাসওয়ার্ড বরাদ্দ করা হবে।

কর্মচারীরা মোবাইল ফোনের মাধ্যমে অথবা ব্যক্তিগত কম্পিউটারে ‘মানব সম্পদ’ ওয়েবসাইটে ছুটির আবেদন জানানোর পর রিপোর্টিং অফিসার সেটি অনুমোদন অথবা খারিজ করে দিতে পারেন এবং কর্মীরাও ছুটি মঞ্জুর অথবা বাতিল করা হয়েছে কি না সে সম্পর্কে জানতে পারবেন। ব্যবহারকারী বা ইউজাররা নিজেদের ছুটির স্টেটাসও চেক করতে পারছেন। এব্যাপারে কর্মীদের প্ৰশিক্ষণ,প্ৰয়োজনীয় তালিম ও ডেমনস্ট্ৰেশন দেওয়া হয়েছে,যাতে তারা কোনও রকম বাধার সম্মুখীন না হয়ে অনলাইনে ছুটির দরখাস্ত দাখিল করতে পারেন। ‘এই ব্যবস্থা কোনওরকম ব্যাঘাত ছাড়া পুরোপুরি চালু করার বিষয়টি সুনিশ্চিত করার আগে কিছুদিন পরীক্ষামূলক ভিত্তিতে কাজ চালানো হয়েছে এবং বর্তমানে তা কার্যক্ষেত্ৰেও পুরোপুরি রূপায়ণ করা হচ্ছে-বলেন একজন বরিষ্ঠ কর্মকর্তা।

ওই কর্মকর্তাটি আরও বলেছেন,অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় যে সমস্ত কর্মীরা কাজে ফাকি দিচ্ছিলেন তা বন্ধ হবে এবং এটা কর্মসংস্কৃতি গড়ে তুলতেও সাহা্য্য করবে।

অতিরিক্ত জেলাশাসক ইএল ফাইরিয়েম,এসডিও জে দৈমারি,হাইলাকান্দি পুরসভার এগজিকিউটিভ অফিসার প্ৰদীপ তিমুং,সার্কল অফিসার,আলগাপুর অর্পিতা দত্ত এবং বিজ্ঞনী(বি)এনআইসি,আখতার মনসুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Dacoit apprehended in Margherita

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com