Begin typing your search above and press return to search.

ক্যাব ও এনআরসি নিয়ে কংগ্ৰেসকে তুলোধোনা হিমন্তের

ক্যাব ও এনআরসি নিয়ে কংগ্ৰেসকে তুলোধোনা হিমন্তের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 Oct 2019 8:39 AM GMT

গুয়াহাটিঃ কংগ্ৰেসকে আরও একবার বিঁধে রাজ্যের অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা মঙ্গলবার বলেন,রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)থেকে নাম ছুটদের প্ৰতি এই দল এখন সহানুভূতি দেখাচ্ছে,কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ সংসদে পাস করাতে রাজ্যের বিজেপি সরকার যখন চেষ্টা করেছিল তখন তারা তা সমর্থন করেনি।

বরাক উপত্যকার বাঙালি হিন্দু সম্প্ৰদায় অধ্যুষিত রাতাবাড়ি বিধানসভা কেন্দ্ৰে জনসভায় বক্তব্য পেশ করছিলেন শর্মা। আগামি ২১ অক্টোবরে অনুষ্ঠেয় রাতাবাড়ি বিধানসভা কেন্দ্ৰের উপনির্বাচনে দলীয় প্ৰার্থী বিজয় মালাকারের পক্ষে প্ৰচার চালাচ্ছিলেন মন্ত্ৰী। ‘এনআরসি থেকে যে সমস্ত গরিব মানুষের নাম বাদ গেছে কংগ্ৰেস এখন তাঁদের জন্য কাঁদছে। কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিল যখন সংসদে তোলা হলো তখন ওই দল বিলটি সমর্থন করেনি’-বলেন শর্মা।

৩১ আগস্টে প্ৰকাশিত চূড়ান্ত এনআরসি থেকে যে ১৯ লক্ষাধিক লোকের নাম বাদ গেছে তাদের অধিকাংশ অসম এবং বিশেষ করে বরাক উপত্যকার বাঙালি হিন্দু।

চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্ৰের বিজেপি সরকার সংসদে ক্যাব পাস করাতে পারেনি। তবে বিলটি কিছু পরিমার্জন করে সম্প্ৰতি সেটি ফের সংসদে তোলার চেষ্টা করছে বিজেপি। একটি নতুন সংশোধিত ক্যাব সংসদের আসন্ন অধিবেশনে উত্থাপন করা হতে পারে।

আফগানিস্তান,বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা সংখ্যালঘু সম্প্ৰদায়ের বিশেষ করে হিন্দু,শিখ,বৌদ্ধ,জৈন,পার্শি এবং ক্ৰিস্টানরা যাতে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার উপযোগী হন বিল আনার লক্ষ্য সেটাই। ‘অসমে ১৫ বছরের কংগ্ৰেস শাসনে মুসলিমদের হত্যা করা হয়েছে এবং তারা ,ভয়ে ভয়ে দিন কাটাতেন। ভোটের স্বার্থেই তাঁদের মধ্যে ভীতির সঞ্চার করা হয়েছিল। কোকরাঝাড়,ওদালগুড়ি এবং মঙ্গলদৈয়ে দাঙ্গা পর্যন্ত হয়েছে। কংগ্ৰেস হিন্দুদের মধ্যে বিভাজন আনার চেষ্টা করেছিল। বোড়ো ও মুসলিমদের মধ্যে বিভাজনে উস্কানি দিয়েছিল’-অভিযোগ করেন শর্মা।

মন্ত্ৰী এদিন আরও বলেন,বিজেপি-র শাসনে রাজ্যে একজনও মুসলিমকে প্ৰাণ হারাতে হয়নি। গেরুয়া দল ভোট চেয়েছে উন্নয়নমূলক কাজের ভিত্তিতে। গ্যাস সংযোগ,আবাসন,অটল অমৃত অভিযান,হাসপাতালে বিনামূল্যে সিটি স্কেন,শিক্ষা প্ৰতিষ্ঠানে বিনামূল্যে ভর্তি ইত্যাদির ব্যবস্থা করতে আমরা ভোট চেয়েছি। কিন্তু কংগ্ৰেস ভয়,ভীতি সৃষ্টি করে ভোট চেয়েছে-বলেন তিনি। আমরা শেষ নিঃশ্বাস ছাড়া পর্যন্ত আজমলকে কিছুতেই রাজ্যের মুখ্যমন্ত্ৰী হতে দেবো না-উল্লেখ করেন শর্মা।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআরসি নিয়ে বিভ্ৰান্তি ছড়াচ্ছে ন্যস্ত স্বার্থান্বেষীরাঃ নকভি

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Tokay Gecko recovered in Nagaon, One Arrested

Next Story
সংবাদ শিরোনাম