Begin typing your search above and press return to search.

চেয়েছিল জাগুয়ার,অভিভাবকরা কিনে দিলেন বিএমডব্লিউ,ক্ৰুদ্ধ ছেলে বিএমডব্লিউ ভাসিয়ে দিল নদীতে

চেয়েছিল জাগুয়ার,অভিভাবকরা কিনে দিলেন বিএমডব্লিউ,ক্ৰুদ্ধ ছেলে বিএমডব্লিউ ভাসিয়ে দিল নদীতে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  12 Aug 2019 7:35 AM GMT

উপহার উপহারই। এর কোনও ছোট-বড় হয় না। ভালবেসে আদর করে যা দেওয়া হয় সেটাই গ্ৰহণ করতে হয়। ছোট বেলায় প্ৰত্যেক মা-বাবাই ছেলে-মেয়েকে সেই শিক্ষাই দিয়ে থাকেন। কিন্তু বর্তমানে সময় পাল্টে গেছে। জীবনধারা,কথা-বার্তা,চালচলন সবকিছুই যেন পাল্টে যাচ্ছে সমাজে। হরিয়ানায় সম্প্ৰতি ঘটা একটি ঘটনা যেন তারই প্ৰমাণ তুলে ধরছে।

হরিয়ানার যমুনা নগরের বাসিন্দা এক যুবক মা-বাবার কাছে দাবি করে একটা জাগুয়ার গাড়ি কিনে দিতে। কিন্তু অভিভাবকরা জাগুয়ারের বদলে একটা বিএমডব্লিউ কিনে ছেলেকে উপহার দেন। এতে খুশি তো হয়ইনি ছেলে। উল্টে রাগে গরগর করে বিএমডব্লিউ গাড়িটি ঠেলে নিয়ে নদীতে ভাসিয়ে দেয়। পুলিশ জানিয়েছে এই ঘটনার কথা।

পুলিশ আরও জানিয়েছে,ক্ৰোধে উম্মত্ত যুবকটি যখন বিএমডব্লিউ গাড়িটি নদীতে ভাসিয়ে দিতে যাচ্ছিলো ওই সময় একটি ভিডিও প্ৰস্তুত করে সোসিয়েল মিডিয়ায় তা প্ৰকাশ করে। কিন্তু গাড়িটি একটা বড় গাছের জন্য মাঝপথে আটকে পড়ে।

পরে অবশ্য যুবকটি স্থানীয় মানুষের সাহায্যে জল থেকে গাড়িটি তোলার চেষ্টা করে। ঘটনা সম্পর্কে পুলিশ একটি মামলা রুজু করেছে। এই ঘটনা অঞ্চলটিতে চাঞ্চল্যের সৃষ্টি করে। একটা জাগুয়ার গাড়ির দাম শুরু হয় ৪০.১১ লক্ষ থেকে ২.৮০ কোটি টাকা। অন্যদিকে বিএমডব্লিউর মূল্য ৩৫.২০ লক্ষ থেকে ২.৪৩ কোটি টাকা পর্যন্ত।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাখি বন্ধনের উপহারঃ মহিলাদের জন্য বিনামূল্যে বাস সেবা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Bipasa Hrangkhawal- the first woman air traffic controller of Tripura

Next Story
সংবাদ শিরোনাম