Begin typing your search above and press return to search.

করোনা ভাইরাসঃ মার্কিন পর্যটক থাকায় হোটেল রেডিশন ব্লুর সেকেন্ড ফ্লোর খালি করা হলো

করোনা ভাইরাসঃ মার্কিন পর্যটক থাকায় হোটেল রেডিশন ব্লুর সেকেন্ড ফ্লোর খালি করা হলো

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  7 March 2020 1:10 PM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটির হোটেল রেডিশন ব্লু কর্তৃপক্ষ হোটেলের সেকেন্ড ফ্লোর খালি করে দিয়ছেন,একজন মার্কিন পর্যটকের শরীরে করোনা ভাইরাসের জীবাণু ধরা পড়ায়,যিনি ওই হোটেলে অবস্থান করেছিলেন। মার্কিন পর্যটক এই হোটেলের ২২৪ নম্বর রুমে ছিলেন। হোটেলের ২০ জনের বেশি কর্মী এই পর্যটকের সংস্পর্শে আসায় তাঁদের বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ ওই রুমটি সাফাইয়ের ব্যবস্থা করেছেন। এছাড়া অন্যান্য প্ৰয়োজনীয় পদক্ষেপও নিয়েছেন।

প্ৰাপ্ত রিপোর্ট অনু্যায়ী,এই মার্কিন পর্যটক গত ২২ ফেব্ৰুয়ারি ইন্ডিগোর বিমানে যোরহাটে অবতরণ করেন। পর্যটকটি এমভি মহাবাহু জাহাজে চেপে সাত দিন নদীপথেও সফর করেছেন। তিনি কাজিরঙা ও মাজুলিতেও গিয়েছিলেন। সবশেষে তিনি ভুটানে গেলে সেখানেই তাঁর শরীরে করোনা ভাইরাসের জীবাণু ধরা পড়ে। বর্তমানে ওখানে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনার পর অসমে অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। ভুটানে পর্যটকটির কোভিড-১৯-এ আক্ৰান্ত হওয়ার প্ৰথম নিশ্চিত খবরটি পাওয়া গেছে শুক্ৰবার।

মার্কিন যুক্তরাষ্ট্ৰের আক্ৰান্ত এই রোগীর বয়স ৭৬ বছর। পর্যটক হিসেবেই তিনি ভুটানে এসেছেন। ২ মার্চ গুয়াহাটি থেকে ড্ৰুকেয়ার ফ্লাইট কেবি ২৪১ এ চেপে ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ওই দেশে প্ৰবেশ করেন। ভুটানের প্ৰধানমন্ত্ৰীর কার্যালয়ের এফবি পেজে এখবর প্ৰকাশ। ওই পোস্টের মতে,২১ ফেব্ৰুয়ারি ওয়াশিংটন ডিসি থেকে পর্যটকটি তাঁর যাত্ৰা শুরু করেন। পর্যটকটির সঙ্গে ৫৯ বছর বয়সী তাঁর এক সঙ্গীও ছিলেন। ওই বিমানে যাত্ৰী ছিলেন ১০ জন। তার মধ্যে ৮ জন ভারতীয়। পর্যটকের ঘনিষ্ঠ সান্নিধ্যে ছিলেন তাঁর সঙ্গী,গাড়ির চালক এবং গাইড। এদের শরীরে করোনার জীবাণু ধরা না পড়লেও এদের ডেজিগনেটেড কোভিড-১৯ কেন্দ্ৰে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভুটান সরকার এব্যাপারে ভারতীয় দূতাবাসের সঙ্গে একযোগে কাজ করছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ হিমা দাসকে ডিএসপি পদের প্ৰস্তাব অসম সরকারের

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: State Health Department is prepared to counter novel coronavirus

Next Story
সংবাদ শিরোনাম