বুধবার থেকে রাজ্যে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা

বুধবার থেকে রাজ্যে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা
Published on

গুয়াহাটিঃ রাজ্যে উচ্চ মাধ্যমিক(এইচএস)পরীক্ষা আগামিকাল বুধবার থেকে শুরু হচ্ছে। এবার মোট ২,৩৪,৮০৯ জন ছাত্ৰ ছাত্ৰী এই পরীক্ষায় বসছে। ১২ ফেব্ৰুয়ারি থেকে ১৪ মার্চ,২০২০ পর্যন্ত চলবে পরীক্ষা। অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ(এএইচএসইসি)সারা রাজ্যে ৭৭২টি পরীক্ষা কেন্দ্ৰ স্থাপন করেছে। কলা,বিজ্ঞান,বাণিজ্য এবং ভকেশনাল স্ট্ৰিমের ছাত্ৰ-ছাত্ৰী এই পরীক্ষার অবতীর্ণ হচ্ছে।

কলা বিভাগে মোট পরীক্ষার্থী হলো ১,৭৫,১৭৫ জন,বিজ্ঞার শাখার ৪০,৫৮৮,বাণিজ্য শাখায় ১৮,১৭৮ এবং ভকেশনাল স্ট্ৰিমে ৮৬৮ জন পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বোর্ড বিশেষ ব্যবস্থা গ্ৰহণ করেছে। পরীক্ষা কেন্দ্ৰগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্ৰের চারপাশে ৫০ মিটার এলাকায় থাকছে ১৪৪ ধারা।

এখানে উল্লেখ করা যেতে পারে যে প্ৰশ্নপত্ৰ লিকেজ রুখতে বোর্ড বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে। এধরনের ঘটনা এড়িয়ে চলতে বোর্ড সাইবার সেলও গঠন করেছে। পরীক্ষক এবং ছাত্ৰদের মোবাইল সঙ্গে রাখতে ’দেওয়া হবে না।

এএইচএসইসি হেড অফিসে চেয়ারম্যান ড.দয়ানন্দ বরগোঁহাই সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Road Accident leaves driver severely injured in Digboi

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com