ত্ৰিপুরার জাম্পুইয়ে হাজার টাকা কেজি দরে বিকোচ্ছে অজগরের মাংস

ত্ৰিপুরার জাম্পুইয়ে হাজার টাকা কেজি দরে বিকোচ্ছে অজগরের মাংস

আগরতলাঃ বন আইন কঠোর হওয়া সত্ত্বেও বিলুপ্তপ্ৰায় এবং দুর্লভ প্ৰজাতির জীবজন্তু ও সরীসৃপের মাংস চুটিয়ে বিক্ৰি হচ্ছে ত্ৰিপুরার জাম্পুই পাহাড়ি এলাকার বাজারে। এই প্ৰবণতা চলতে থাকলে ত্ৰিপুরার বনাঞ্চলে দুর্লভ প্ৰজাতির জীবজন্তু,সরীসৃপ নিঃশেষ হতে বেশিদিন লাগবে না। জাম্পুই পাহাড়ে দুর্লভ প্ৰজাতির জীবজন্তু ও অজগর সাপের মাংস খোলা বাজারে বিক্ৰি হচ্ছে। গত শনিবার জাম্পুই পাহাড়ি এলাকার সিমলাং বাজারে এক ব্যক্তিকে ছটি বড় আকারের অজগরের মাংস প্ৰকাশ্যে বিক্ৰি করতে দেখা গেছে,যার ওজন প্ৰায় ১৫০ কেজি। খদ্দেররা ১০০০ টাকা কেজি দরে অজগরের মাংস কিনেছেন। সিমলাং বাজারটি রয়েছে জাম্পুই পাহাড়ের পাদদেশে। এই বাজারে দুর্লভ প্ৰজাতির সরীসৃপ,বুনো পাখি,হরিণ,বন মুরগি,শূকর এবং বিভিন্ন ধরনের পাখির মাংস হামেশাই বিক্ৰি হতে দেখা যায়। পাহাড়ি এলাকার বাংলাবাড়ি,সাবুয়াল,খেদাছেড়া ইত্যাদি অঞ্চলে এধরনের বেআইনি কার্যকলাপ দেখেও বন কর্মীরা চোখ বুজে রয়েছেন।

এব্যাপারে কাঞ্চনপুর ফরেস্ট রেঞ্জের রেঞ্জার বিব্ৰত মারাকের সঙ্গে যোগা্যোগ করা হলে তিনি কোনও ব্যবস্থা নিতে তেমন আগ্ৰহ দেখালেন না। বিষয়টি এড়াতে তিনি শুধু বললেন,এধরনের বেআইনি কার্যকলাপ সম্পর্কে স্থানীয় বিট আফিসারগুলি তাঁকে কোনও রিপোর্ট পাঠায়নি। তবে সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুমন দাস অবশ্য এধরনের রিপোর্ট পাওয়ার কথা স্বীকার করেছেন। দাস বলেন,বন কর্মীদের একটি দল সিমলাঙে যাবে এবং আপরাধী তথা বেআইনি কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্ৰহণ করবে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Swearing in ceremony of State Chief Information Commissioner

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com