১১ দিনের মধ্যে ২০০ মিটার ইভেন্টে তৃতীয় আন্তর্জাতিক সোনা জয় হিমার

১১ দিনের মধ্যে ২০০ মিটার ইভেন্টে তৃতীয় আন্তর্জাতিক সোনা জয় হিমার
Published on

ক্লেডনো(চেক প্ৰজাতন্ত্ৰ): অসম কন্যা হিমা দাস দু সপ্তাহের মধ্যে বিদেশের মাটিতে তৃতীয় সোনা জিতলেন। শনিবার ক্লেডনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে মহিলাদের ২০০ মিটার দৌড়ে হিমা ২৩.৪৩ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করে প্ৰথম স্থান অধিকার করে নেন। এই নিয়ে একপক্ষ কালের মধ্যে হিমা তিন তিনটি সোনা জয়ে সক্ষম হলেন।

ক্লেডনো মেমোরিয়াল আন্তর্জাতিক মিটে পুরুষদের ৪০০ মিটার দৌড়ে ভারতের জাতীয় রেকর্ডধারী মহম্মদ আনাস সোনা জেতেন। দৌড় শেষ করতে তিনি সময় নেন ৪৫.২১ সেকেন্ড। এক পক্ষকালও পুরো হয়নি,বলতে গেলে ১১ দিনের মাথায়ই হিমা তার সাফল্যের মুকুটে আরও একটি আন্তর্জাতিক সোনা জুড়তে সক্ষম হলেন,আগের চেয়েও তুলনামূলকভাবে কম সময় নিয়ে। উল্লেখ্য,গত ২ জুলাই পোজনাম অ্যাটলেটিক্স গ্ৰ্যাঁ প্ৰিতে এবছর প্ৰথম আন্তর্জাতিক সোনা জেতেন হিমা দুশো মিটার মহিলাদের ইভেন্টে। পোজনানে দৌড় শেষ করতে হিমা সময় নিয়েছিলেন ২৩.৬৫ সেকেন্ডে। এরপর গত ৮ জুলাই পোল্যান্ডের কুটনো অ্যাটলেটিক্স মিটে ২০০ মিটার দৌড়ে ২৩.৯৭ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতেছিলেন হিমা দাস।

তবে গত শনিবার চেক প্ৰজাতন্ত্ৰের ক্লেডনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিটে হিমা তাঁর টাইমিং অনেকটাই উন্নত করতে সফল হন। দুশো মিটারে হিমার সেরা সময় ২৩.১০ সেকেন্ড,যা তিনি গত বছর করেছিলেন। পোল্যান্ডের কুটনো অ্যাথলেটিক্স মিটে কেরলের স্প্ৰিন্টার ভি কে বিসমায়া ২০০ মিটার ইভেন্টে রুপো জিতেছিলেন ২৪.০৬ সেকেন্ডে দৌড় শেষ করে।

এদিকে ক্লেডনো অ্যাথলেটিক্স মিটে পুরুষদের ৪০০ মিটারে মহম্মদ আনাস তার পুরনো জাতীয় রেকর্ড ভেঙে সোনা তুলে নেয়। ২৪ বছর বয়সী এই ভারতীয় অ্যাথলিট ৪৫.২১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। দ্বিতীয় স্থানাধিকারী পোল্যান্ডের ওসেলকো রাফালের(৪৬.১৯ সেকেন্ড)চেয়ে প্ৰায় ১ সেকেন্ড আগেই দৌড়ে ইতি টানেন মহম্মদ আনাস। বিগত বছর পুরুষদের ৪০০ মিটারে ৪৫.২৪ সেকেন্ড সময় নিয়ে আনাস জাতীয় রেকর্ড গড়েছিলেন।

ক্লেডনো অ্যাথলেটিক্স মিটে ভারতের বিপিন কাসামা,অভিষেক সিং এবং দেবিন্দর সিং পুরুষদের জেভেলিন থ্ৰোতে সোনা,রুপো ও ব্ৰোঞ্জ তিনটি পদকই জিতে নেন। তাঁরা জেভেলিন ছোঁড়েন ক্ৰমে ৮২.৫১,৭৭.৩২ এবং ৭৬.৫৮ মিটার দূরে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com