Begin typing your search above and press return to search.

স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহ ৮ সেপ্টেম্বর দুদিনের সফরে অসমে আসছেন

স্বরাষ্ট্ৰমন্ত্ৰী শাহ ৮ সেপ্টেম্বর দুদিনের সফরে অসমে আসছেন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  3 Sep 2019 1:09 PM GMT

গুয়াহাটিঃ স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ আগামি ৮ সেপ্টেম্বর দুদিনের সফরে অসমে আসছেন। চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)প্ৰকাশের পর এটাই তাঁর প্ৰথম রাজ্য সফর। আগামি ৮ ও ৯ সেপ্টেম্বর উত্তর পূর্ব পরিষদের(এনইসি)প্লেনারি সেশনে তাঁর উপস্থিত থাকার কথা আছে।

এই সফরকালে শাহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্ৰীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। এনআরসি নবায়নের কাজ নিয়ে বিজেপি যে অসন্তুষ্টি প্ৰকাশ করেছে তার পরিপ্ৰেক্ষিতে শাহ এখানে আসছেন। বিজেপি দাবি করেছে,প্ৰকাশিত এনআরসিতে বহু অবৈধ বিদেশির নাম ঢুকেছে এবং বাদ পড়েছে বহু প্ৰকৃত ভারতীয়র নাম। এই ইস্যুতে রাজ্য বিজেপির নেতারা মুখ বন্ধ রেখেছেন যদিও তবে জানা গেছে এনআরসি থেকে নাম ছুট প্ৰকৃত ভারতীয় নাগরিকদের সুরক্ষায় আইনি ব্যবস্থা গ্ৰহণের জন্য রাজ্য বিজেপি স্বরাষ্ট্ৰ মন্ত্ৰীর কাছে আবেদন জানাবে। রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিৎ কুমার দাস এর আগে বলেছিলেন যে প্ৰকৃত ভারতীয় নাগরিকদের স্বার্থ সুরক্ষায় আইন পাস করতে অথবা সংবিধান সংশোধন করার জন্য কেন্দ্ৰীয় সরকারের কাছে আর্জি জানাবে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআরসি-র কাজে জড়ানো হয়েছে ৬২ হাজারের বেশি কর্মীকে

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: People thronged at various NSK seva kendras in Nagaon | The Sentinel News | Assam News

Next Story
সংবাদ শিরোনাম