এনআরসি-র কাজে জড়ানো হয়েছে ৬২ হাজারের বেশি কর্মীকে

এনআরসি-র কাজে জড়ানো হয়েছে ৬২ হাজারের বেশি কর্মীকে

গুয়াহাটিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়ন প্ৰক্ৰিয়ার কাজ সম্পূর্ণ হচ্ছে আগামিকাল অর্থাৎ শনিবার। ২০১৫ সালের গোড়ার দিকে এনআরসি নয়ায়ন প্ৰক্ৰিয়ার কাজ শুরু হয়েছিল। এনআরসির রাজ্য সমন্বয়ক প্ৰতীক হাজেলার নেতৃত্বে ৬২ হাজারের বেশি মানুষ এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়ায় জড়িত রয়েছেন। চার বছরেরও বেশি সময় ধরে এনআরসি নবায়নের কাজে প্ৰায় ৫৫ হাজার সরকারি কর্মীকে জড়ানো হয়েছে। এছাড়াও ঠিকার ভিত্তিতে আনুমানিক ১২০০ জন এবং গুয়াহাটির ভঙাগড়ে এনআরসি মুখ্য কার্যালয় ও রাজ্যের ২৫০০টি সেবাকেন্দ্ৰে প্ৰায় ৬০০০ অপারেটরকে এই কাজে নিয়োগ করা হয়েছিল। উইপ্ৰোর অধীনে কাজে লাগানো হয়েছিল এই সব অপারেটেরদের।

নাগরিক পঞ্জি প্ৰকাশের চরম লগ্নে বৃহস্পতিবারও এনআরসির মুখ্য কার্যালয়,রাজস্ব সার্কল কার্যালয় এবং এনআরসি সেবাকেন্দ্ৰগুলোতে মাঝ রাত পর্যন্ত নিরন্তর কাজ চলতে দেখা গিয়েছে। বিশ্বনাথ চারালির এনআরসি সেবা কেন্দ্ৰগুলোতে বৃহস্পতিবারও শুনানির কাজ চলে দিনভর।

এই বিশাল কর্মযজ্ঞের স্মৃতি ধরে রাখতে এনআরসির মুখ্য কার্যালয় সমস্ত সেবাকেন্দ্ৰের কর্মীদের গ্ৰুপ ফোটো তুলে মুখ্য কার্যালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Security beefed up in Guwahati ahead of publication of final NRC

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com