অসম-নাগাল্যান্ড সীমান্তে নৈশ বাস থেকে প্ৰচুর গাঁজা বাজেয়াপ্ত

বোকাজানঃ ডিলাই পুলিশ রবিবার অসম-নাগাল্যান্ড সীমান্তে একটি নৈশ বাস থেকে প্ৰচুর পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করেছে। পুলিশ এই ঘটনায় বাস চালক এবং একজন সহায়ক সহ তিন ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে।
প্ৰাপ্ত খবরে জানা গেছে,পুলিশ কর্মীরা লাহরিজানে বর্ডার পেট্ৰোল পোস্টে একটি বাস(নং এমএন০১৮০০০৩)থামিয়ে নিয়মিত তল্লাশি চালায়। ওই সময়ই অন্যান্য প্যাক করা খাদ্য সামগ্ৰীর সঙ্গে গাঁজার প্যাকেটগুলো বেরিয়ে আসে। বাসটি ইম্ফল গুয়াহাটির মধ্যে চলাচল করে। মোট ২১০ কিলোগ্ৰাম গাঁজা তারপোলিনের কভাবে মোড়া অবস্থায় রাখা হয়েছিল। গাঁজার এই কনসাইনমেন্ট সম্ভবত নগাঁওয়ে ডেলিভারি দেওয়ার কথা ছিল। মণিপুরের সেনাপতি জেলার কানককপি থেকে গাঁজার প্যাকেটগুলো তোলা হয়েছিল বাসে। এই ঘটনায় বাস চালক ও হ্যান্ডিম্যান সহ হাবিল আলি নামে এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করা হয়েছে। হাবিল নগাঁওয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এনআরসি-র কাজে জড়ানো হয়েছে ৬২ হাজারের বেশি কর্মীকে
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 36th ‘Abhiruchi Sports Day’ observed in Guwahati | The Sentinel News | Assam News