আইআইটি গুয়াহাটি রিক্ৰুটমেন্ট ২০২০

আইআইটি গুয়াহাটি রিক্ৰুটমেন্ট ২০২০
Published on

আইআইটি গুয়াহাটি রিক্ৰুটমেন্ট ২০২০

আইআইটি গুয়াহাটি ভিজিটিং কনসালটেন্টের(হোমিওপ্যাথি)খালি পদ পূরণে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। শিক্ষা প্ৰতিষ্ঠানটি বিএইচএমএস শিক্ষাগত যোগ্যতা থাকা উপযুক্ত প্ৰার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্ৰ চাইছে। আইআইটি গুয়াহাটি,অসম- ভিজিটিং কনসালটেন্টের(হোমিওপ্যাথি)এই পদটি রয়েছে

পদের সংখ্যাঃ ০১

বয়সের সীমাঃ ৬০ বছর

বেতনঃ ১৮,৫০০-১৯,৫০০ টাকা প্ৰতি মাসে

শিক্ষাগত যোগ্যতাঃ বিএইচএমএস(ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি)সেন্ট্ৰাল কাউন্সিল অফ হোমিওপ্যাথির স্বীকৃত হাসপাতাল/প্ৰতিষ্ঠান/সংস্থা/স্বশাসিত সংস্থা থেকে এই ডিগ্ৰি অর্জন করা চাই। (আয়ুস মন্ত্ৰক ভারত সরকারের একটি বিধিবদ্ধ সংস্থা সেন্ট্ৰাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি। প্ৰার্থীর ০৩ বছরের চিকিৎসা অভিজ্ঞতা থাকতে হবে

কিভাবে আবেদন করবেনঃ আনলাইনে আবেদন করার আগে প্ৰার্থীরা নিচে থাকা পিডিএফএ বিস্তারিত বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। ভিজিটিং কনসালটেন্ট(হোমিওপ্যাথি)পদে আপনি আগ্ৰহী হলে এবং নিজেকে যোগ্য মনে করলে আবেদনের জন্য নিচে দেওয়া অনলাইন লিংকে ক্লিক করুন। তখনই আপনি সঠিক অপশন পেয়ে য়াবেন এবং ফর্ম পূরণ করতে পারবেন

শেষ তারিখঃ ১৬-০৩-২০২০

Details: Click here

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ এসএসএ,হোজাই রিক্ৰুটমেন্ট ২০২০

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com