Begin typing your search above and press return to search.

এসএসএ,হোজাই রিক্ৰুটমেন্ট ২০২০

এসএসএ,হোজাই রিক্ৰুটমেন্ট ২০২০

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  5 March 2020 2:18 PM GMT

এসএসএ,হোজাই রিক্ৰুটমেন্ট ২০২০

এসএসএ হোজাই অসম সাহিত্যসভা অভি্যান মিশনের অধীনে ৪টি ইউডিএ,এলডিএ,গ্ৰেড ফোর এবং নৈশ চৌকিদার পদে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে।

১. পদের নামঃ আপার ডিভিশন ক্লার্ক(ইউডিএ)

পদের সংখ্যাঃ ০১

শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং রাজ্য ও কেন্দ্ৰীয় সরকারের স্বীকৃত প্ৰতিষ্ঠান থেকে কম্পিউটারে ১ বছরের ডিপ্লোমা এবং এমএস,উইন্ডোজ,লিনাক্স,এসএসি এক্সেল,পাওয়ার পয়েন্ট এবং অসমিয়া ও ইংরেজিতে কম্পিউটার টাইপিঙের দক্ষতা থাকতে হবে। যেকোনও সরকারি/সরকারি স্কিম/মিশন অফিসে এলডিএ হিসেবে কাজ করার দুবছরের অভিজ্ঞতা।

২. পদের নামঃ লোয়ার ডিভিশনাল ক্লার্ক(এলডিএ

পদের সংখ্যাঃ ০১

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক,কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা ফেকোন রাজ্য ও কেন্দ্ৰীয় সরকারের স্বীকৃত প্ৰতিষ্ঠান থেকে। এমএস উইন্ডোজ,লিনাক্স,এমএসি,এক্সেল,পাওয়ার পয়েন্ট এবং ইংরেজি ও অসমিয়ায় টাইপিঙের দক্ষতা।

৩. পদের নামঃ গ্ৰেড ফোর

পদের সংখ্যাঃ ০১

শিক্ষাঃ এইচএসএলসি পাশ,অভিজ্ঞ প্ৰার্থীরা অগ্ৰাধিকার পাবে।

৪. পদের নামঃ নৈশ চৌকিদার

পদের সংখ্যাঃ ০১

শিক্ষাঃ এইচএসএলসি পাশ,অভিজ্ঞ প্ৰার্থীরা অগ্ৰাধিকার পাবে

বয়সঃ ০১-০১-২০২০ তারিখ পর্যন্ত ১৮-র নিচে এবং ৩৮-এর ঊর্ধ্বে নয়। এসসি,এসটি(পি),এসটি(এইচ)প্ৰার্থীদের ক্ষেত্ৰে নিয়ম অনু্যায়ী ছাড় থাকছে।

কিভাবে আবেদন করবেনঃ প্ৰার্থীদের আসাম গ্যাজেটের পার্ট নাইনে প্ৰকাশিত স্ট্যান্ডার্ড ফর্মে আবেদন করতে হবে। আবেদন জানানো খামের উপর ..... লিখে দিতে হবে এবং সম্প্ৰতি তোলা দুকপি পাসপোর্ট সাইজের ফোটোর পিছনে স্বাক্ষর করে পাঠাতে হবে। একটি সেলফ অ্যাটাস্টেড(২৫সিএম*১১সিএম)১০ টাকার অব্যবহৃত(দশ টাকা)পোস্টাল স্টাম্প আবেদনের সঙ্গে দাখিল করতে হবে।

আবেদনের ঠিকানাঃ অসম সর্ব শিক্ষা অভিযান মিশন,হোজাই,শঙ্করদের নগর ৭৮২৪৪২। প্ৰার্থীদের শিক্ষার সেলফ অ্যাটাস্টেড সার্টিফিকেট,বয়সের প্ৰমাণপত্ৰ অভিজ্ঞতার সার্টিফিকেট,কাস্ট সার্টিফিকেট ইত্যাদি দাখিল করতে হবে।

শেষ তারিখঃ ১০-০৩-২০২০

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন,আসাম রিক্ৰুটমেন্ট ২০২০

Next Story
সংবাদ শিরোনাম