Begin typing your search above and press return to search.

ভারত প্ৰথম পিঙ্ক বলে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন করতে পারে

ভারত প্ৰথম পিঙ্ক বলে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন করতে পারে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  24 Oct 2019 1:43 PM GMT

আগামি মাসে বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচের সিরিজ আয়োজন করছে ভারত। দিন-রাতের টেস্ট ম্যাচ সিরিজে ভারত এই প্ৰথম পিঙ্ক বলে(গোলাপি বল)ম্যাচ খেলতে পারে। রিপোর্ট অনু্যায়ী ভারতীয় ক্ৰিকেট কন্ট্ৰোল বোর্ডের(বিসিসিআই)সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং ভারত অধিনায়ক বিরাট কোহলির মধ্যে বৃহস্পতিবার এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজনে গাঙ্গুলির দৃঢ় মত রয়েছে। তবে কোহলি ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পরই এব্যাপারে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন বিসিসিআই সভাপতি গাঙ্গুলি দলের ওপর এটা চাপিয়ে দেবেন না।

আগামি ১৪ নভেম্বর ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে প্ৰথম টেস্টটি হবার কথা। ২২ নভেম্বর দ্বিতীয় টেস্ট আয়োজন করবে কলকাতা। তবে এই ম্যাচগুলির যেকোনও একটি দিন-রাতে খেলার ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে।

ভারতের টিম ম্যানেজমেন্ট দিন রাতের ম্যাচ সম্পর্কে তাদের মতামত সংরক্ষিত রেখেছে। বিসিসিআই-র কার্যনির্বাহী সম্পাদক অমিতাভ চৌধুরী চাইছেন,প্ৰথম টেস্টটা রাজকোটে দিন-রাতের ম্যাচ করতে। গত বছর ওয়েস্ট ইন্ডিজ টিম যখন ভারত সফর করছিল তখন কমিটি অফ অ্যাডমিনিস্ট্ৰেটররা বলেছিলেন যে খেলোয়াড়রা দিন-রাতের ম্যাচ নিয়ে তাদের অনীহা প্ৰকাশ করেছে।

এদিকে,গাঙ্গুলি ক্ৰিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল(সিএবি)-এর দায়িত্ব নেবার পর বাংলায় স্থানীয় ক্ৰিকেটে গোলাপি বলের ম্যাচ চালু করেছেন।

গাঙ্গুলি গত সপ্তাহেই টিম ম্যানেজমেন্টকে বলেছেন গোলাপি বলের ম্যাচের জন্য বিসিসিআই সদস্যদের সবুজ সংকেতের প্ৰয়োজন রয়েছে। গাঙ্গুলি আরও বলেছেন, এভাবেই টেস্ট ক্ৰিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।

সৌরভের গোলাপি বলের এই ভাবনা কতটুকু কার্যকরী হবে তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। কারণ ঘরোয়া খেলোয়াড়দের কাছ থেকে পিঙ্ক বল নিয়ে কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি যখন দলীপ ট্ৰফিতে সেটি ব্যবহার করা হয়েছিল।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে চমক দেখাচ্ছেন দুই অসম কন্যা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Women organisations staged protest against alleged Drug Addiction in Kampur

Next Story