Begin typing your search above and press return to search.

বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে চমক দেখাচ্ছেন দুই অসম কন্যা

বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে চমক দেখাচ্ছেন দুই অসম কন্যা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  9 Oct 2019 1:03 PM GMT

গুয়াহাটিঃ গোলাঘাটের বক্সার লভলিনা বরগোঁহাই(৬৯ কেজি)এবং শোণিতপুর জেলার যমুনা বোড়ো রাশিয়ার উলান-উদেতে চলতি এআইবিএ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে আজ তাদের সংশ্লিষ্ট ওয়েট ক্যাটেগরিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন।

লভলিনা তাঁর ওয়েট ক্যাটেগরিতে মরক্কোর প্ৰতিদ্বন্দ্বী বেল আবিব উমেমাকে ৫-০ হারান এবং যমুনা প্ৰাক কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ৫-০ পরাস্ত করেন প্ৰাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন কুইদাদ সাফৌকে। লভলিনা বিনা ট্ৰায়েলেই তার দ্বিতীয় মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচিত হন। লভলিনার বাবা টিকেন বরগোঁহাই একজন ছোটখাটো ব্যবসায়ী। তাই মেয়ের বক্সিং ক্যারিয়ার গড়ায় সমর্থন করার জন্য তাঁকে যথেষ্ট আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে।

ওদিকে যমুনা বোড়োর বয়স যখন ১০ বছর ছিল তখনই তিনি বাবাকে হারিয়েছেন। তাঁর মা সবজির ব্যবসা করে মেয়ের ক্যারিয়ার গড়ায় সমর্থন দিয়ে যাচ্ছেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে মেরিকম

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Swachh Bharat Abhiyan in Biswanath after Vijaya Dashami Celebrations

Next Story