অবৈধ অনুপ্ৰবেশকারীদের আটক করার আর্জি মুসলিম সংগঠনের

অবৈধ অনুপ্ৰবেশকারীদের আটক করার আর্জি মুসলিম সংগঠনের
Published on

গুয়াহাটিঃ সারা অসম গড়িয়া-মরিয়া দেশি জাতীয় পরিষদ(এসএজিএমডিজেপি)একটা বড় ইঙ্গিত দিয়েছে যে অর্নিদিষ্ট সংখ্যক অবৈধ প্ৰবাসী চূড়ান্ত রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জিতে(এনআরসি)তাদের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদনই করেনি,ধরা পড়ার আশঙ্কায়। সংস্থা আরও বলেছে,এধরনের প্ৰবাসী ও অনুপ্ৰবেশকারীরা সংখ্যালঘু অধ্যুষিত এলাকার মানুষের সঙ্গে মিশে গিয়েছে।রাজ্য সরকার যদি এই সব লোকেদের আটক না করে তাহলে তারা সমাজ বিরোধী এবং অবৈধ কার্যকলাপে ইন্ধন দিতে পারে এবং এর ফলে রাজ্যের স্থানীয় ভূমিপুত্ৰদেরই ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে-বলেছে পরিষদ। সংস্থা অবৈধ অনুপ্ৰবেশকারীদের অবিলম্বে খুঁজে বের করতে অপারেশন চালানোর জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। সারা অসম গড়িয়া মরিয়া দেশি জাতীয় পরিষদ অসমের স্থানীয় মুসলিমদের একটি সংগঠন।

সোমবার এখানে এক সাংবাদিক সম্মেলনে পরিষদের সভাপতি হাফিজুর আহমেদ বলেন,চূড়ান্ত এনআরসিতে ১৯ লাখের বেশি লোকের নাম অন্তর্ভুক্তির জন্য অযোগ্য বিবেচিত হওয়ার বিষয়টি মোটেই গ্ৰহণযোগ্য নয়। ’১৯ লক্ষের বেশি নাম ছুটের কথা ঘোষণা করা হলেও সেখানে বেশ কিছু প্ৰকৃত ভারতীয় থেকে যেতে পারেন। রাজ্যের বেশকিছু স্থানীয় মানুষকে এখন বিদেশি ট্ৰাইবুনালের মুখোমুখি হতে হবে,এই বিষয়টি খুবই দুঃখজনক’।

তিনি আরও অভি্যোগ করেন,‘চূড়ান্ত এনআরসিতে বেশকিছু অবৈধ বিদেশির নাম থেকে গেছে,যারা এরাজ্যে বসবাস করছে। এই পরিস্থিতির প্ৰেক্ষিতে সরকারের সব এনআরসি নথিগুলো রি-ভেরিফিকেশন করা উচিত’। পরিষদ আরও বলেছে,‘প্ৰয়োজন হলে এনআরসি নথি রি-ভেরিফিকেশনের আর্জি জানিয়ে আমরা সুপ্ৰিমকোর্টের দ্বারস্থ হবো’। এটা পরিষ্কার যে রাজ্যের স্থানীয় মানুষ কারা তা চিহ্নিত করতে না পারলে এনআরসিতে কাজ কি? সেই হেতু অবৈধ বিদেশিদের খুঁজে বের করা রাজ্যের দায়িত্ব’। আহমেদ আরও বলেন,রাজ্যের কিছু মানুষ স্থানীয় মুসলিমদের বিদেশির সঙ্গে জড়িয়ে অসমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির তথ্য তুলে ধরার চেষ্টা করছেন। তবে তাদের এই ন্যক্কারজনক পরিকল্পনা কখনোই ফলপ্ৰসূ হবে না। ‘আমরা সবসময় রাজ্যের স্থানীয় মানুষ বোড়ো,রাভা,কোচ-রাজবংশী,মরান,মটক,কলিতা এবং অন্যান্যদের পাশেই থাকবো’।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Prafulla Kumar Mahanta addresses media in Guwahati | The Sentinel News | Assam News

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com