লোকসভার অন্দরে অনিয়ম বরদাস্ত করা হবে নাঃ অধ্যক্ষ ওম বিড়লা

লোকসভার অন্দরে অনিয়ম বরদাস্ত করা হবে নাঃ অধ্যক্ষ ওম বিড়লা

নয়াদিল্লিঃ দেশে লোকসভার নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পরপরই ওম বিড়লা সাফ জানিয়ে দিয়েছেন,লোকসভার অন্দরে কোনও রকমের অনিয়ম তিনি বরদাস্ত করবেন না। কেউ সংসদের প্ৰতি অশ্ৰদ্ধা প্ৰদর্শন করলে কিংবা সংসদের নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন। লোকসভার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বিড়লা ঘোষণা করেন,ধর্ম নিয়ে সদনে কোনও ধরনের শ্লোগান দেওয়ার পুনরাবৃত্তিতে অনুমতি দেওয়া হবে না।

এক সাক্ষাৎকারে বিড়লা বলেন,ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী,অল-ইন্ডিয়া-মজলিশ-ই-ইত্তেহাদ-উল মুসলিম নেতা অশাদুদ্দিন ওয়েইসি এবং তৃণমূল কংগ্ৰেস সহ সাংসদদের মধ্যে গোল বাধানোর সম্ভাবনা সম্পর্কে ট্ৰেজারি বেঞ্চ থেকে জানানো আহ্বানকে ছেঁটে দিয়ে প্ৰোটেন স্পিকার বীরেন্দ্ৰ কুমার ঠিক কাজই করেছেন।

বিড়লা বলেন,‘আমি মনে করি না,সংসদ শ্লোগান দেওয়া,প্ল্যাকার্ড উঁচিয়ে ধরা কিংবা ওয়েলের সামনে জড়ো হওয়ার স্থান। সাংসদরা কোথায় যাবেন এবং কিভাবে বিক্ষোভ দেখাবেন তারও একটা পন্থা পদ্ধতি রয়েছে। সাংসদরা যা কিছু বলতে চান,তাদের কী অভিযোগ রয়েছে কিংবা সরকারকে চেপে ধরতে চাইলে তারা তাও করতে পারেন,কিন্তু তারা গ্যালারিতে উঠে এসে এসব কিছু করতে পারেন না’।

৫৬ বছর বয়সী লোকসভার নতুন অধ্যক্ষ বিড়লা আরও বলেন,লোকসভায় শ্লোগান গাইতে অনুমতি দেওয়া বা না দেওয়াটা নির্ভর করে পরিস্থিতির ওপর। তিনি সংসদকে গণতন্ত্ৰের মন্দির আখ্যা দিয়ে বলেন,এই মন্দিরে সংসদীয় রীতি নীতি মেনেই সব সময় কাজ চলে আসছে। তাই তিনি সংসদের নীতি নিয়ম মেনে চলার জন্য সব দলগুলির প্ৰতি অনুরোধ জানান। বিশ্বের বৃহত্তম গণতান্ত্ৰিক দেশ ভারত। তাই সারা বিশ্বের নজর রয়েছে ভারতীয় সংসদের প্ৰতি। সংসদের কাজ কর্ম এমন একটা পথে চালানো উচিত যাতে তা সারা বিশ্বের সামনে একটা নজির তুলে ধরা যায়।

এরআগে নতুন দায়িত্ব গ্ৰহণ করে তিনি সব সাংসদদের প্ৰতি ধন্যবাদ জানান তাঁর ওপর আস্থা রাখার জন্য। তিনি বলেন,অধ্যক্ষের আসন সবসময়ই নিরপেক্ষ হওয়া উচিত। সব সদস্যের প্ৰতি তিনি নিরপেক্ষ আচরণ করার আশ্বাস দেন। এরআগে বিড়লা অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সব রাজনৈতিক দলের নেতারা তাঁকে অভিনম্দন জানিয়ে সভার কাজ পরিচালনায় তাঁকে সহযোগিতা ও সমর্থন করার আশ্বাস দেন। পরে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি মন্ত্ৰিসভার সদস্যদের সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দেন।

বুধবার রাজস্থানের কোটার দুবারের সাংসদ ওম বিড়লার নাম অধ্যক্ষ হিসেবে প্ৰস্তাব করেন খোদ প্ৰধানমন্ত্ৰী মোদি। তাঁর প্ৰস্তাবে এনডিএর শরিক সহ সব দলের সঙ্গে কংগ্ৰেস,তৃণমূল কংগ্ৰেস ও অন্যান্যরা সমর্থন জানায়। প্ৰত্যাশিতভাবেই বিড়লা সপ্তদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন সর্বসম্মতিক্ৰমে।

বিড়লা আরও বলেছেন,আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ রয়েছে,রয়েছে দেশবাসীর প্ৰত্যাশা। তাই সেই প্ৰত্যশা পূরণে আমাদের একজোট হয়ে কাজ করে যেতে হবে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com