Begin typing your search above and press return to search.

আজ সন্ধে ৭টা থেকে ব্ৰহ্মপুত্ৰ উপত্যকায় বন্ধ হচ্ছে ইণ্টারনেট সেবা

আজ সন্ধে ৭টা থেকে ব্ৰহ্মপুত্ৰ উপত্যকায় বন্ধ হচ্ছে ইণ্টারনেট সেবা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  11 Dec 2019 12:31 PM GMT

আজ (বুধবার) সন্ধে ৭টা থেকে অসমের ব্ৰহ্মপুত্ৰ উপত্যকায় ২৪ ঘন্টার জন্য বন্ধ হচ্ছে ইণ্টারনেট সেবা। রাজ্য সরকার আজ সন্ধে ৭ টা থেকে লখিমপুর, ধেমাজি, তিনসুকিয়া, ডিব্ৰুগড়, চরাইদেউ, শিবসাগর, যোরহাট, গোলাঘাট, কামরূপ (মেট্ৰো) কামপুরে সন্ধে ৭ টা থেকে ইণ্টারনেট সেবা বাতিল ঘোষণা করে। অসমের পরিস্থিতির প্ৰ্তি লক্ষ্য রেখে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

Also Read: ক্যাবের প্ৰতিবাদঃ গৌহাটি বিশ্ববিদ্যালয় স্থগিত রাখলো বুধবারের পরীক্ষা

Also Watch: Anti Citizenship (Amendment) Bill protest rocks Sivasagar

Next Story
সংবাদ শিরোনাম