জিম করবেট রাষ্ট্ৰীয় উদ্যানের শোভা বাড়াচ্ছে অসমের শান গন্ডার

জিম করবেট রাষ্ট্ৰীয় উদ্যানের শোভা বাড়াচ্ছে অসমের শান গন্ডার

গুয়াহাটিঃ বন্যপ্ৰাণী প্ৰেমিক এবং পর্যটকদের জন্য জিম করবেট জাতীয় উদ্যান আরও আকর্ষণীয় হয়ে উঠছে। রয়েল বেঙ্গল টাইগারের জন্য এই উদ্যানের একটা বিশেষ পরিচিত রয়েছে। এখন করবেট উদ্যানের নতুন অতিথি হচ্ছে অসমের শান গন্ডার। অসমের কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যান থেকে এক ডজনেরও বেশি গন্ডার পাঠানো হচ্ছে উত্তরাখন্ডের করবেট পার্কে। উত্তরাখন্ড বন্যজীবন উপদেষ্টা বোর্ড সম্প্ৰতি করবেট টাইগার রিজার্ভে পরীক্ষামূলক ভিত্তিতে এক খড়গ বিশিষ্ট গন্ডার রাখার প্ৰস্তাবটিতে অনুমোদন জানিয়েছে।

জিম করবেট রাষ্ট্ৰীয় উদ্যান এতোদিন রয়েল বেঙ্গল টাইগারের বিচরণ ক্ষেত্ৰ হলেও এখন এই উদ্যান গন্ডারের গৃহ হতে চলেছে। আসম অথবা পশ্চিমবঙ্গ থেকে সংগ্ৰহ করা হবে এই গন্ডারগুলো। প্ৰাথমিক পর্যায়ে কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যান থেকে এক ডজনের বেশি গন্ডার করবেট পার্কে ছাড়া হবে। রাজ্য বন বিভাগের একটি সূত্ৰ বলেছে,করবেট রাষ্ট্ৰীয় উদ্যানের পরিবেশ এক খড়গ গন্ডারের জন্য উপযোগী হবে বলে মনে করা হচ্ছে। উত্তরাখণ্ড সরকার করবেট উদ্যানে গন্ডার পাঠানোর জন্য ছাড়পত্ৰ দিতে পরিবেশ ও বন মন্ত্ৰককে ইতিমধ্যে চিঠি দিয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্ৰী ত্ৰিবেন্দ্ৰ সিং রাওয়াত করবেট উদ্যানের জন্য শীঘ্ৰই গন্ডার পাঠাতে অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠাবেন।

কাজিরঙা হচ্ছে বিশ্বে এক খড়গ গন্ডারের বৃহত্তম বসতিস্থল। ২০১৮ সালের গণনা অনু্যায়ী কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানে ২৪১৩টি এক খড়গ বিশিষ্ট গন্ডার রয়েছে।

এরআগে ১৯৮৪ সালে রাজ্যের পবিতরা আভয়ারণ্য থেকে দুটো পুরুষ ও তিনটি স্ত্ৰী গন্ডার উত্তর প্ৰদেশের দুধওয়া রাষ্ট্ৰীয় উদ্যানে পাঠানো হয়েছিল। এভাবে এক স্থান থেকে অন্যস্থানে গন্ডার পাঠানোর কর্মসূচি সফলই হয়েছে বলা যায়। দুধওয়া রাষ্ট্ৰীয় উদ্যানে বর্তমানে এক খড়গ গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩০টিতে দাঁড়িয়েছে। আর এজন্যই উত্তরাখণ্ড সরকার করবেট টাইগার রিজার্ভে গন্ডারকে নতুন অতিথি হিসেবে বরণ করতে বিশেষ আগ্ৰহ প্ৰকাশ করেছে। বন্যজীবন বিজ্ঞানী ও বন কর্মীরা বলেছেন,করবেট উদ্যানে বাঘ ও গন্ডারের মধ্যে কোনও সংঘর্ষ হবে না। আর এমনিতেও বাঘ সধারণত প্ৰাপ্ত বয়স্ক গন্ডারকে আক্ৰমণ করে না। কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানেও আজ অবধি বাঘ ও গন্ডারের মধ্যে সংঘর্ষের কোনও খবর পাওয়া যায়নি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Torch Relay of 3rd Khelo India Youth Games received by District Administration in Kokrajhar

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com