Begin typing your search above and press return to search.

সদর্থক আলোচনায় যোগ দিতে আলফা(স্বাধীন)প্ৰধান পরেশ বরুয়াকে আহ্বান দিশপুরের

সদর্থক আলোচনায় যোগ দিতে আলফা(স্বাধীন)প্ৰধান পরেশ বরুয়াকে আহ্বান দিশপুরের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 Jan 2020 7:21 AM GMT

গুয়াহাটিঃ সংযুক্ত মুক্তি বাহিনী,অসম-এর(আলফা)একটা গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা ইতিমধ্যেই চলছে যদিও রাজ্য সরকার আলফা স্বাধীন এবং সংগঠনের প্ৰধান পরেশ বরুয়াকে রাজ্য ও কেন্দ্ৰীয় সরকারের সঙ্গে সদর্থক আলোচনায় অংশগ্ৰহণ করার আর্জি জানিয়েছে।

রাজ্য সরকারের তরফ থেকে এই আর্জি জানিয়ে অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা মঙ্গলবার এখানে সাংবাদিকদের বলেন,‘আমি পরেশ বরুয়া এবং সংযুক্ত বাহিনী,অসম(আলফা)উভয়কেই রাজ্য ও কেন্দ্ৰীয় সরকারের সঙ্গে সদর্থক শান্তিপূর্ণ আলোচনায় বসার আর্জি জানিয়েছি’। কেন্দ্ৰীয় সরকার পরেশ বরুয়ার সঙ্গে সদর্থক আলোচনায় বসার জন্য প্ৰস্তুত রয়েছে বলে উল্লেখ করে শর্মা বলেন,‘স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ সোমবার দিল্লিতে আমাদের আশ্বাস দিয়েছেন কেন্দ্ৰ আলফার সঙ্গে শান্তি আলোচনায় বসতে তৈরি হয়ে আছে। তিনি চান,আলোচনা সদর্থক হোক এবং আলফার সব গোষ্ঠী এতে অংশ নিক’।

নয়াদিল্লিতে সোমবার স্বাক্ষরিত ত্ৰিপাক্ষিক বোড়ো শান্তি চুক্তির প্ৰসঙ্গে শর্মা বলেন,‘অসমকে টুকরো করে বোড়োল্যান্ড রাজ্য গঠনে ১৯৬৬ সাল থেকে যে আন্দোলন চলছিল,সমঝোতা চুক্তি ওই আন্দোলনের অবসান ঘটিয়েছে। ওই ইস্যুটি নিয়ে আন্দোলন চলাকালে নিরাপত্তা কর্মী সহ ৪ হাজারের বেশি মানুষ প্ৰাণ হারিয়েছিলেন’।

বিটিএডি(বোড়োল্যান্ড টেরিটরিয়াল এরিয়া ডিস্ট্ৰিন্ট)থেকে বোড়ো এবং অবোড়ো গ্ৰামগুলির অন্তর্ভুক্তি এবং বাদ দেওয়ার ব্যাপারে প্ৰস্তাবিত কমিশন গঠন প্ৰসঙ্গে শর্মা বলেন,গৌহাটি হাইকোর্টের একজন অবসরপ্ৰাপ্ত বিচারপতি এই কমিশনের নেতৃত্ব দেবেন। সমস্ত স্টেকহোল্ডারদের তাদের সংশ্লিষ্ট দাবি ও বিষয়গুলো কমিশনে দাখিল করতে হবে এবং এব্যাপারে কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে’।

ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফশিলের অধীনে সৃষ্টি হওয়া বিটিএডিতে চারটি জেলা রয়েছে। এই চারটি জেলা হল কোকরাঝাড়,বাকসা,ওদালগুড়ি ও চিরাং। মন্ত্ৰী শর্মা জানান,৩০ জানুয়ারি বোড়ো বিদ্ৰোহী সংগঠনের বিভিন্ন গোষ্ঠী তাদের অস্ত্ৰ ও গোলাবারুদ রাজ্য প্ৰশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে সমর্পণ করবে। আগ্নেয়াস্ত্ৰ সমর্পণের স্থান গুয়াহাটি অথবা কোকরাঝাড় হতে পারে’।

অসম চুক্তির ৬নং দফা প্ৰসঙ্গে শর্মা বলেন,এব্যাপারে গঠিত উচ্চস্তরীয় কমিটি ২০২০-র ১৫ ফেব্ৰুয়ারির মধ্যে কেন্দ্ৰীয় সরকারের কাছে তাদের রিপোর্ট দাখিল করবে। ওই প্যানেলের রিপোর্টের ভিত্তিতে বহাগ বিহুর আগেই অসম একটা ইতিবাচক খবর পাবে। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ এই আশ্বাস দিয়েছেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ দিল্লিতে স্বাক্ষরিত হলো ঐতিহাসিক তৃতীয় বোড়ো শান্তি চুক্তি

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Ranjeet Kumar Dass takes over charge as State BJP President for 2nd consecutive term

Next Story
সংবাদ শিরোনাম