সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন অসমের সাহিত্যিক জয়শ্ৰী গোস্বামী মহন্ত

সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন অসমের সাহিত্যিক জয়শ্ৰী গোস্বামী মহন্ত

গুয়াহাটিঃ অসমিয়া সাহিত্যিক জয়শ্ৰী গোস্বামী মহন্ত ২০১৯ সালের সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন। ‘চাণক্য’ উপন্যাসের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। বুধবার দিল্লিতে ভারতীয় সাহিত্যের বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। ২৩টি ভাষার লেখক ও সদস্য ওই বৈঠকে অংশ নিয়েছিলেন। মন্ত্ৰকের আইএস অফিসাররাও বৈঠকে উপস্থিত ছিলেন। অসমের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্তের স্ত্ৰী জয়শ্ৰী গোস্বামী মহন্ত। তাঁর এই পুরস্কার প্ৰাপ্তিতে অনেকেই খুশি। তবে এই সময়ে জয়শ্ৰী গোস্বামী মহন্তের মন খুবই ভারাক্ৰান্ত। তিনি বলেন,অসমে সিএএ-র বিরুদ্ধে আন্দোলন চলাকালে ছোট ছোট ছেলে গুলিতে মারা গিয়েছে। শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই,জয় এবং গণতন্ত্ৰ প্ৰতিষ্ঠার কথাই ‘চাণক্য’ উপন্যাসের প্ৰতিপাদ্য বিষয়।

হিন্দি,ইংরেজি,পাঞ্জাবি,মণিপুরি বাংলা সহ দেশের ২৩টি ভাষার লেখকদের সঙ্গে এবারের তালিকায় উঠে এসেছে জয়শ্ৰী গোস্বামী মহন্তের নাম। বুধবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সাহিত্য অকাদেমি পুরস্কার প্ৰাপকদের নাম ঘোষণা করা হয়।

আগামি ২৫ ফেব্ৰুয়ারি দিল্লিতে সাহিত্য অকাদেমির এক অনুষ্ঠানে পুরস্কার জয়ীদের হাতে তাম্ৰফলক এবং পুরস্কারের অর্থ মূল্য এক লক্ষ টাকা তুলে দেওয়া হবে। বোড়ো ভাষায় অনবদ্য অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন ফুকন চন্দ্ৰ বসুমতারি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AASU Rally Against CAA 2019 in Kokrajhar

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com