যানবাহন আইন লঙ্ঘন,জরিমানা গচ্চা দিয়ে ক্ষুব্ধ ইঞ্জিনিয়ার

যানবাহন আইন লঙ্ঘন,জরিমানা গচ্চা দিয়ে ক্ষুব্ধ ইঞ্জিনিয়ার

যানবাহন আইন লঙ্ঘনের পরিপ্ৰেক্ষিতে ট্ৰাফিক পুলিশ যখন জরিমানার বিল আইন লঙ্ঘনকারী ব্যক্তিকে ধরিয়ে দেয় তখন সেই ব্যক্তিকে রীতিমতো বিপাকে পড়তে হয়। বিগত সময়ে যানবাহন আইন লঙ্ঘন করে চালকদের দশ গুনেরও বেশি জরিমানা দিতে হয়েছে। তাই চালকরা এখন যানবাহন আইন লঙ্ঘন থেকে বিরত রয়েছেন। আজ আমরা এমন একটা ঘটনার প্ৰতি আলোকপাত করছি যা আপনাকে ভাবিয়ে তুলবে।

কারণ,সম্প্ৰতি মুখোমুখি হয়েছে যানবাহন আইন ও বিদ্যুৎ বিভাগ। যার পরিণতিতে থানায় পাঁচ ঘণ্টার জন্য বিদ্যুৎ কেটে দেয় বিদ্যুৎ বিভাগ। উত্তর প্ৰদেশের মীরাটের তেজগড়ি থানার কাছে পুলিশ বাহনগুলো চেক করছিল। ওই সময় জেই সোম প্ৰকাশের বাহনের সমস্ত তথ্যপাতি আছে কি নেই পুলিশ তার তদন্ত করলে সোম প্ৰকাশ সব কাগজ পত্ৰ পুলিশের সামনে তুলে ধরেন। তবে সোম প্ৰকাশের কাছে দূষন সার্টিফিকেট ছিল না। ছিল না হেলমেট।

হেলমেট পরিধান না করায় এবং বায়ু দূষণ করা বাহন ব্যবহার করার জন্য পুলিশ সোম প্ৰকাশের বিরুদ্ধে জরিমানা চাপায়। হেলমেট না পরার কারণ হিসেবে সোম প্ৰকাশ পুলিশকে জানান যে তাঁর মাথায় এলার্জি রয়েছে। তাই হেলমেট পরেননি। সোম প্ৰকাশকে পুলিশ কর্তা বলেন,আইন সবার জন্যই সমান। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটিও হয়। এরপর বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ার সোম প্ৰকাশ নিজের দায়িত্ব পালন করেন এবং পরে নির্দিষ্ট ওই থানার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কেটে দেন। ফলে থানার কর্মীদের ৫ ঘণ্টা বিদ্যুৎ বিহীন অবস্থায় কাটাতে হয়।

সাম্প্ৰতিক সময়ে সবচেয়ে চর্চার বিষয় হয়ে পড়েছে যানবাহন আইন ২০১৯। নতুন মোটর ভেহিকলস আইনটি চালু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। আইন চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিতে দুচাকার বাহনধারী এক ব্যক্তিকে হেলমেট না পরায় এবং প্ৰয়োজনীয় নথিপত্ৰ সঙ্গে না রাখায় ২৩ হাজার টাকা জরিমানা গুনতে হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গে একজন অটো চালক জরিমানা ভরেন ৩২,৫০০ টাকা। যাবতীয় তথ্যপাতি বিশেষ করে ইন্স্যুরেন্স,বায়ু দূষণ,নাম্বার প্লেট ইত্যাদি সঙ্গে না থাকার জন্য তাকে ৩২,৫০০ টাকা গচ্চা দিতে হয়। এই অবস্থা যানবাহন লঙ্ঘনকারীদের লাগাম পরানোর পাশাপাশি কিছু সংখ্যক যাত্ৰীর মধ্যে প্ৰতিক্ৰিয়ারও সৃষ্টি করছে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নতুন যানবাহন আইন বলবৎ করল দিশপুর

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Assam Government Enforces New Motor Vehicle (Amendment) Act | The Sentinel News | Assam News

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com