গালফ লটারিতে ২৩ কোটি টাকা জিতলো কর্নাটকের যুবক

গালফ লটারিতে ২৩ কোটি টাকা জিতলো কর্নাটকের যুবক

বেঙ্গালুরুঃ দক্ষিণ কন্নড় গ্ৰামের ২৪ বছর বয়সী এক যুবক আবু ধাবি বিগ টিকিট লটারিতে ১২ মিলিয়ন ইউএই ডিরহামস(ভারতীয় মুদ্ৰায় প্ৰায় ২৩ কোটি টাকা)জিতেছেন। যুবকটির নাম মহম্মদ ফায়েজ জা। বাড়ি কর্নাটকের সুলিয়ার জাট্টিপালায়। আবুধারির ওই বিগ ড্ৰ-এর আগে যুবকটি লটারি জেতার স্বপ্ন দেখেছিলেন। তবে স্বপ্ন যে এভাবে বাস্তব হতে পারে তা কল্পনায়ও আসেনি তাঁর। লটারির পরদিনই উদ্যোক্তারা তাকে জানান সে ১২ মিলিয়ন ইউএই ডিরহামস জিতেছে। ফায়েজের বরাবরই দুবাইয়ে কাজ করার শখ ছিল। কিন্তু সে কখনও উপসাগরীয় দেশে যায়নি। ‘আমার পাসপোর্ট রয়েছে। কিন্তু সবকিছু তো আর পরিকল্পনা মাফিক হয় না। তাই বাধ্য হয়ে এক বছর আগে আমি মুম্বইয়ে হিসেব রক্ষকের একটা চাকরি নি’-ফায়েজ টিওআইকে বলেছে একথা। ‘অনলাইনে গালফ-এর মোটা অঙ্কের লটারির টিকিট কিনে আমি ছবার আমার ভাগ্য পরীক্ষা করেছি। কিন্তু কেন জানি না এবার আমার মনে হয়েছিল আমি মোটা অঙ্কই জিতবো যা টিকিট মূল্য ৯৬০০ টাকার অনেক গুণ বেশি হবে।’

বাণিজ্যে স্নাতক ফায়েজ গত সেপ্টেম্বরে লটারির টিকিট কিনেছিল। ফায়েজ নিজেই জানেন না জীবনের রূপ রেখা পাল্টে দেওয়া ওই ২৩ কোটি টাকা সে কিভাবে কাজে লাগাবে।

তবে বর্তমানে সে যে চাকরি করছে তা ছাড়ার কোনও অভিপ্ৰায় তাঁর নেই। ‘এই চাকরিটা আমার কাছে খুবই প্ৰিয়। একজন আত্মীয় আমাকে কোম্পানিতে হিসেব রক্ষকের চাকরির এই প্ৰস্তাব দেন। ফায়েজ বলেছে,এখন উপসাগরীয় দেশে যাওয়ার পরিকল্পনা তাকে তুলে রেখেছে সে’।

‘আমার বাবা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন-জানায় ফায়েজ। তার একজন বড় দাদা ও দিদি রয়েছে। রয়েছে একটি ছোট বোনও। ‘আামরা এখনও অভিভাবককে হারানোর শোক পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। আমরা আমাদের জমির একটা অংশ বিক্ৰি করে দিয়েছে বাড়ি নির্মাণের জন্য,যা এখনও সম্পূর্ণ হয়নি’।

লটারির এই মোটা অর্থ নিয়ে তাঁর পরিকল্পনা জানতে চাওয়া হলেও ফায়েজ জানায় ‘আমার ভাই এমবিএ গ্ৰ্যাজুয়েট,তিনি মাছের ট্ৰাক চালান বাঁচার তাগিদে। আশা করছি আমি এখন তাকে সাহায্য করতে পারবো। তাছাড়া বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ করা এবং বিক্ৰি করা জমির অংশটুকু ফের ক্ৰয় করা আমার লক্ষ্য-জানায় ফায়েজ। তবে ফায়েজ এখন লটারির চেক সংগ্ৰহের জন্য আবুধারির বিমানে চাপার প্ৰতীক্ষায়।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Durga Puja 2019: Durga Puja Celebrations from Assam Bhawan in Navi Mumbai

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com