আত্মঘাতী একজন পুরুষের সাতজন পত্নী,বিপাকে পুলিশ

উত্তরাখণ্ডের হরিদ্বারে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। কারণ একজন মৃত ব্যক্তির কাছে এসে উপস্থিত পাঁচজন স্ত্ৰী। মহিলারা কেউই পরস্পরের কোনও খবর জানেন না। ঘটনার বিবরণে প্ৰকাশ,হরিদ্বারের রবিদাস বস্তির বাসিন্দা ৪০ বছর বয়সী পবন কুমার দাস গত রবিবার আত্মহত্যা করেন। আত্মহত্যার এই ঘটনার পরই পাঁচজন মহিলা মৃত পবন কুমারের কাছে এসে উপনীত হন। মহিলাদের প্ৰত্যেকেই মৃত পবন কুমারকে নিজের স্বামী বলে দাবি করেন।
এদিকে পাঁচ মহিলা মৃত পবন কুমারকে তাদের স্বামী বলে দাবি করলেও পবনের সৎকার করার প্ৰস্তুতি নেওয়ার সময় আশ্চর্যজনকভাবে আরও দুই মহিলা পুলিশের দরবারে এসে উপনীত হন। এই দুই মহিলাও পবন কুমারের মৃতদেহ চেয়ে বসেন। তাঁরা উভয়েই বলেন,পবন তাঁদের স্বামী ছিল।
উল্লেখ্য,পবন কুমার ছিলেন একজন গাড়ি চালক। রবিবার রাতে পবন অত্যধিক বিষ পান করেছিল। এই ঘটনার পর পবনের সঙ্গে থাকা স্ত্ৰী তাকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু ডাক্তার পবনকে মৃত ঘোষণা করেন। একটি বিশেষ সূত্ৰের খবর অনু্যায়ী,আর্থিক অনটনের মুখে পড়েই পবন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পবনের বন্ধু সংখ্যাও ছিল যথেষ্ট কম।
পারভিন সিং নামে একজন পুলিশ কর্মকর্তা জানান,‘পবন কুমার কেন এমন একটা পদক্ষেপ নিলেন আমরা তার তদন্ত করছি। তিনি আরও বলেন,যে মহিলাটি পবনকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তিনিও নিজেকে পবনের স্ত্ৰী বলে দাবি করেছেন’। ব্যাংকে পবনের সঞ্চিত কোনও টাকা ছিল না। হরিদ্বারের একটা ভাড়া বাড়িতেই বাস করছিলেন পবন। এই ঘটনা সম্প্ৰতি অঞ্চলটিতে তীব্ৰ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ মালাদে প্ৰেমিকাকে চুরিকাঘাত করে বহুতল বাড়ির দশ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্ৰেমিক
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 2nd Day of Vanya Prani Saptah (Wildlife Week) observed at Kaziranga National Park