সন্ত্ৰাস দমনে রাজ্য পুলিশের সাহসিকতার প্ৰশংসা করলেন রেড্ডি

সন্ত্ৰাস দমনে রাজ্য পুলিশের সাহসিকতার প্ৰশংসা করলেন রেড্ডি

গুয়াহাটিঃ কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ দপ্তরের প্ৰতিমন্ত্ৰী জি কিষেন রেড্ডি সোমবার অসম পুলিশের উচ্ছ্বসিত প্ৰশংসা করেছেন। কয়েক দশক ধরে রাজ্যে সন্ত্ৰাসবাদ ও জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে অমস পুলিশ তাদের মহৎ পেশাগত গুণ,সাহস ও ধৈর্যের সঙ্গে যে লড়াই চালিয়ে এসেছে তার জন্যই রেড্ডি তাদের প্ৰশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।

এখানে সোমবার অসম পুলিশের আয়োজিত পুলিশ স্মরণ দিবসে বক্তব্য পেশ করছিলেন স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী। রেড্ডি বলেন,রাজ্য পুলিশ বাহিনীর ত্যাগ ও নিষ্ঠা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমূল পরিবর্তন এনে দিয়েছে। বর্তমানে রাজ্যে যে পরিস্থিতি বিরাজ করছে তা বিনিয়োগেরও সু্যোগ সৃষ্টি করেছে।

‘জঙ্গি এবং সন্ত্ৰাসী কার্যকলাপের বিরুদ্ধে লড়াই,আইনশৃঙ্খলা বজায় রাখা,অপরাধের মোকাবিলা,সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করা এবং বন্যা ও প্ৰাকৃতিক দুর্যোগের সময় ভুক্তভোগীদের সাহা্য্য করতে রাজ্য পুলিশের কর্মকর্তারা আত্মত্যাগ পর্যন্ত করেছেন’-বলেন রেড্ডি।তিনি আরও বলেন,১৯৬৪ সাল থেকে আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে অসম পুলিশের ৮৭৯ জন কর্মী তাঁদের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন।

স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী বলেন,অ্যাক্ট ইস্ট পলিসি সম্পর্কে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির দৃষ্টিভঙ্গিকে কথা ও কাজে বাস্তব রূপ দেওয়ার জন্য এগিয়ে চলেছে গোটা রাজ্য। তিনি বলেন,সাহস,উৎসাহ এবং নিষ্ঠাই অসম পুলিশের হলমার্ক।

রেড্ডি বলেন,‘গোটা দেশই আমাদের পুলিশ বাহিনী ও তাদের পরিবারের প্ৰতি স্যালুট জানায়। যে সমস্ত পুলিশ কর্মী কর্তব্য পালন করতে গিয়ে প্ৰাণ বিসর্জন দিয়েছেন পুলিশ স্মরণ দিবসে সেই সব বীর পুলিশ শহিদদের স্মরণ করে আমরা গর্বিত’।

সন্ত্ৰাসবাদের বিরুদ্ধে ভারত যে শূন্য সহিষ্ণু নীতি গ্ৰহণ করেছে তা বহাল থাকবে উল্লেখ করে রেড্ডি বলেন,দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্ৰে আসা যে কোনও হুমকির মোকাবিলা করতে সক্ষম আমাদের সামরিক বাহিনী। তাঁর মতে,পুলিশ কর্মী ও নাগরিকদের হত্যার ঘটনা এখন অনেকটাই হ্ৰাস পেয়েছে।

অসম পুলিশের সদর দপ্তরে এদিনের অনুষ্ঠানে বরিষ্ঠ পুলিশ কর্মকর্তারা ২০১৮-র ১সেপ্টেম্বর থেকে ২০১৯-এর ৩১ আগস্ট পর্যন্ত যে সমস্ত পুলিশ কর্মী প্ৰাণ হারিয়েছেন তাঁদের নাম উচ্চারণ করেন।

রেড্ডি ছাড়াও ডিজিপি কুলধর শইকিয়া ও অন্যান্য বরিষ্ঠ পুলিশ কর্তারা পুলিশ স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক দিয়ে শ্ৰদ্ধা জানান শহিদ পুলিশ কর্মীদের প্ৰতি।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Watch | Taekwondo Training Sessions from Jamugurihat in Sonitpur

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com