‘এটাই আমার শেষ ছবি হতে পারে’-সন্ত্ৰাসীর গুলিতে নিহত মেজর কেতন শর্মার শেষ বার্তা পরিবারকে

‘এটাই আমার শেষ ছবি হতে পারে’-সন্ত্ৰাসীর গুলিতে নিহত মেজর কেতন শর্মার শেষ বার্তা পরিবারকে

গুয়াহাটিঃ ভারতীয় সেনাবাহিনীর মেজর কেতন শর্মা মৃত্যুর আগে তাঁর ম্যাসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপের মাধ্যমে পরিবারকে যে শেষ বার্তা পাঠিয়েছিলেন তা মানুষের চোখের কোন জলে ভিজিয়ে দিয়েছে। শহিদ সেনা অফিসার কেতন শর্মার এই বার্তাটি লেখার সময় তিনি কি বুঝতে পেরেছিলেন দেশের জন্য তাঁকে শহিদ হতে হবে। মেজর কেতন শর্মা যে আর ফিরছেন না পরিবারকে একথা জানিয়ে তাঁর বিদায় নেওয়াটা যেন আরও বেদনাদায়ক।

জঙ্গির গুলিতে গুরুতর আহত মেজর শর্মা পরিবারকে যে বার্তা ও ছবিটি পাঠিয়েছেন তার বয়ান পড়তে হবে এভাবে ‘এটাই সম্ভবত আমার শেষ ছবি। সোমবার সকাল ৭টা নাগাদ ওই বার্তার সঙ্গে ছবিটি পরিবারকে পাঠান মেজর শর্মা। সেনা অফিসার নিজেই তার পরিবারের হোয়াটসঅ্যাপ গ্ৰুপে বার্তা ও ছবিটি পাঠান।

বার্তায় যে কথাগুলি কেতন শর্মা উল্লেখ করেছিলেন শেষপর্যন্ত তাই সত্যিই হলো। বার্তা ও শেষ ছবি পাঠানোর কয়েক ঘণ্টা পরই শর্মা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সোমবার সাত সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর আহত হন কেতন শর্মা। ১৯ নং রাষ্ট্ৰীয় রাইফেলসের অফিসার ছিলেন তিনি। ওইদিন আচাবলের বাদুরা গ্ৰামে সশস্ত্ৰ বাহিনী ও নিরাপত্তা রক্ষীরা জঙ্গিদের বিরুদ্ধে এক যৌথ তল্লাশি অভি্যানে নেমেছিল। এই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা যৌথবাহিনীকে তাক করে অতর্কিত গুলি চালাতে শুরু করে। তখনই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শর্মা।

শহিদ সেনা অফিসার কেতন শর্মার কফিন বন্দি নশ্বর দেহ তাঁর গৃহ শহর মীরাটে আনা হলে এক হদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

শহিদ শর্মার মা উষা কান্নায় ভেঙে পড়ে বলেন,‘মেরা শের পুত গোলিও তো নেহি ডরডা সি(আমার সিংহ বিক্ৰম ছেলে কখনোই গুলিকে ভয় পায় না)আমার ছেলে কোথায় গেছে? রানু ‘কেতন শর্মা ডাক নাম’ কখন ফিরে আসবে আমায় বলুন। আমি আপনাদের অনুরোধ করছি ওকে আমার কাছে ফিরিয়ে দিন’। মায়ের এই আর্তনাদে গোটা পরিবেশ নিস্তব্ধ হয়ে পড়ে। কারোই চোখের জল তখন বাধ মানছিলো না।

শহিদ শর্মার পরিবারের লোকেরা মীরাটের ক্যাণ্টনমেন্ট হাউসে বসবাস করছেন,শর্মার শহিদ হওয়ার খবর চাউর হতেই বেশ কজন সেনা আধিকারিক ক্যাণ্টনমেন্টের বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে আসেন। শহিদ কেতন শর্মা রেখে গেছেন পত্নী ইরা মান্দার শর্মা,চার বছরের মেয়ে কাইরা,তাঁর অভিভাবক উষা এবং রবিন্দার ও ছোট বোন মেঘাকে।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com