Begin typing your search above and press return to search.

গোলাঘাটে চিতার দৌরাত্ম্য,অবশেষে খাঁচাবন্দি

গোলাঘাটে চিতার দৌরাত্ম্য,অবশেষে খাঁচাবন্দি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  30 Aug 2019 11:10 AM GMT

গোলাঘাটঃ গোলাঘাট জেলার পুলিবর থানার অধীন চেলেঙ্গি এলাকায় একটি চিতা গত কিছুদিন থেকে ত্ৰাস সৃষ্টি করেছিল। তবে বন কর্মীরা স্থানীয় মানুষের সহযোগিতায় বৃহস্পতিবার চিতাটিকে খাঁচাবন্দি করতে সক্ষম হন।

প্ৰাপ্ত খবর অনু্যায়ী,চিতাটি ওই এলাকায় ঘুরে বেড়ানোয় এবং ত্ৰাস সৃষ্টি করায় মানুষ ভয়ে দিন কাটাচ্ছিলেন। কখন চিতা হানা দেবে এই আশঙ্কায় রাতের ঘুম পর্যন্ত উরে গিয়েছিল স্থানীয় মানুষের। চিতা দেখতে পেয়েই স্থানীয় মানুষ বন বিভাগকে খবর দেন। বন কর্মীরা এসে ওই এলাকায় একটি খাঁচা পেতে রেখে যায়। অবশেষে বৃহস্পতিবার সকালে চিতাটি খাঁচাবন্দি হয়। খাঁচাবন্দি চিতাকে দেখতে কাতারে কাতারে স্থানীয় মানুষ ছুটে আসেন। পরে বন কর্মীরা খাঁচাবন্দি চিতাটি নিয়ে নামবর সংরক্ষিত বনাঞ্চলে নিয়ে যান এবং ওখানে চিতাটিকে ছেড়ে দেওয়া হয়।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ নাহরকটিয়ায় খাঁচাবন্দি প্ৰকাণ্ড চিতা,ডিব্ৰুগড়েও বাঘের আতঙ্ক

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Soil Erosion causing miseries to people in Gohpur

Next Story
সংবাদ শিরোনাম