Begin typing your search above and press return to search.

সরুচরাই চা বাগানে খাঁচাবন্দি চিতা

সরুচরাই চা বাগানে খাঁচাবন্দি চিতা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  19 Oct 2019 10:48 AM GMT

যোরহাটঃ সরুচরাই চা বাগান এলাকায় শুক্ৰবার সাত সকালে একটি পুরুষ চিতা খাঁচা বন্দি হয়। বন বিভাগের যোরহাট ডিভিশন গত বুধবার ওই বাগানে খাঁচা পেতে রাখে। খাঁচায় টোপ হিসেবে দেওয়া হয়েছিল একটি ছাগল। বাঘের উপদ্ৰব বেড়ে যাওয়ায় বাগান ম্যানেজার রাজীব বরুয়া বন বিভাগের কাছে নালিশ জানিয়েছিলেন। এরপরই বন বিভাগ ওই বাগানে চিতাটিকে খাঁচাবন্দি করার উদ্যোগ নেয়। বন আধিকারিক টঙ্কেশ্বর গায়ন এখানে একথা জানান।

পুরুষ চিতাটি গত কয়েক দিন ধরে বাগান এলাকায় ত্ৰাস সৃষ্টি করেছিল। এলাকার সাতটি ছাগল,চারটি গরু ইতিমধ্যেই বাঘের পেটে গেছে। গত সোমবার বাগানের মহিলা শ্ৰমিকরা চা পাতা তোলায় ব্যস্ত থাকার সময় চিতাটি তাদের ওপর আক্ৰমণ চালানোর চেষ্টা করে। কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যান থেকে বাঘটি বেরিয়ে এসেছে বলে সন্দেহ করা হচ্ছে। ব্ৰহ্মপুত্ৰের অববাহিকা এলাকা দিয়েই বাঘটি ঘোরাফেরা করছিল-বলেন বনকর্তা।

বনাঞ্চল ধ্বংস,খাদ্যাভাব এবং জীবজন্তুর করিডরে মানুষের আস্তানা গড়ে ওঠায় বন্য প্ৰাণীরা প্ৰায়ই বনাঞ্চল থেকে লোকালয়ে হানা দিচ্ছে। এরফলে বন্য জীবজন্তুর সঙ্গে মানুষের সংঘাত বাঁধছে। এই সব সংঘাতে কখনও বা মানুষ আবার কখনও জীবজন্তুকে প্ৰাণ হারাতে হচ্ছে। এ রাজ্যে হাতি-মানুষের সংঘাত তো লেগেই আছে। বৃহস্পতিবার বাজ্যে পালিত হয় কাতি বিহু। সারা রাজ্যে দিনটি পালিত হলেও নগাঁও জেলার সামুগুড়ির গ্ৰামাঞ্চলের মানুষ কাতি বিহুর দিনটি মন ভরে পালন করতে পারেননি। কারণ গত বেশ কিছুদিন ধরে সামুগুড়ির গ্ৰামগুলোতে বুনো হাতির পাল রীতিমতো ত্ৰাস সৃষ্টি করে রেখেছে। মাঠের ফসল নষ্ট করা ছাড়াও গ্ৰামের ঘরবাড়িতে হামলা করছে হাতিরা। গ্ৰামবাসীরা হাতি তাড়াতে জেগে কাটাচ্ছেন রাতের পর রাত।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ Leopard Trapped at Saruchorai Tea Estate, Jorhat

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Gambling Dens sealed at Lumding Railway Quarters

Next Story
সংবাদ শিরোনাম