Begin typing your search above and press return to search.

জিটিএসিতে প্ৰতি কেজি গোল্ড টিপস টি ৭০,৫০১ টাকায় বিক্ৰি করে বিশ্ব রেকর্ড গড়ল মাইজান টি এস্টেট

জিটিএসিতে প্ৰতি কেজি গোল্ড টিপস টি ৭০,৫০১ টাকায় বিক্ৰি করে বিশ্ব রেকর্ড গড়ল মাইজান টি এস্টেট

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  31 July 2019 11:39 AM GMT

গুয়াহাটিঃ গুয়াহাটি চা নিলাম কেন্দ্ৰে(জিটিএসি)প্ৰতি কেজি মনোহারি গোল্ড টি ৫০ হাজার টাকা রেকর্ড মূল্যে নিলামে বিক্ৰির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার চায়ের বাজারে আরও এক নতুন রেকর্ড গড়লো মাইজান টি এস্টেট। বুধবার সকালে গুয়াহাটি চা নিলাম কেন্দ্ৰে মাইজান টি এস্টেট অফ আসাম কোম্পানি ইন্ডিয়া লিমিটেড তাদের উৎপাদিত প্ৰতিকেজি গোল্ড টিপস চা ৭০,৫০১ টাকায় বিক্ৰি করে এক নতুন রেকর্ড গড়ে।

গুয়াহাটির মান্দ্ৰা টি কোম্পানি মাইজান টি এস্টেটের এই চা কিনেছে,যা বেলজিয়ামের স্টিভেন প্লেইজিয়ার এবং গুয়াহাটির অনলাইন ভিত্তিক টি স্টোর নমহ মার্কেটিঙের মধ্যে শেয়ার করা হবে। এখানে উল্লেখ করা যেভে পারে মাইজান টি এস্টেট এবছর মাত্ৰ ২ কেজি গোল্ড টিপস টি উৎপাদন করেছে এবং রেকর্ড ব্ৰেকিং চড়া মূল্যে তা বিক্ৰি করেছে। মাইজান টি গার্ডেনের তৈরি এই গোল্ড টিপস টি নিলামে তোলার সময় আরও দুই খদ্দের দর হাঁকান। গুয়াহাটি চা নিলাম কেন্দ্ৰে এই চা যে দরে বিকিয়েছে তা এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এই দর চা নিলামের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

অসমের চা বাগানে প্ৰস্তুত এই গোল্ড টি-র ব্যাপক চাহিদা রয়েছে যা এবার প্ৰকাশ্যে এলো। অসমের এই বাগানটি তাদের উৎপাদিত চায়ের জন্য বিশ্বখ্যাত। গোটা বিশ্বের সামনে উন্নত মানের চা তুলে ধরার ক্ষেত্ৰে তাদের যে সম্ভাবনা ও ক্ষমতা রয়েছে সেটা তারা বার বার প্ৰমাণ করে এসেছে।

দার্জিলিং এবং অরুণাচল প্ৰদেশে তৈরি চা প্ৰতিযোগিতার দৌড়ে ছিল যদিও গুয়াহাটি চা নিলাম কেন্দ্ৰে সম্প্ৰতি যারা নিলামে দর হাঁকিয়েছেন তাতে প্ৰতিকূল আবহাওয়ার জন্য উৎপাদনে ব্যাঘাত ঘটা সত্ত্বেও উন্নত মানের চা উৎপাদনে অসমের বাগানগুলোর উজ্জ্বল ভবিষ্যতের প্ৰতিই আলোকপাত করা হয়েছে।

এর একদিন আগে অর্থাৎ ৩০ জুলাই ডিব্ৰুগড় জেলার মনোহারি টি এস্টেটের উৎপাদিত বিশেষ অর্থডক্স চা ‘মনোহারি গোল্ড টি’ গুয়াহাটি চা নিলাম কেন্দ্ৰে প্যান ইন্ডিয়া অকশন সিস্টেমের অধীনে প্ৰতি কেজি রেকর্ড ব্ৰেকিং ৫০ হাজার টাকা মূল্যে বিকোয়।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ গুয়াহাটি চা নিলাম কেন্দ্ৰে প্ৰতি কেজি মনোহারি গোল্ড টি বিকলো ৫০ হাজার টাকা রেকর্ড মূল্যে

Next Story
সংবাদ শিরোনাম