মাজুলি কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০

মাজুলি কলেজ রিক্ৰুটমেন্ট ২০২০
মাজুলি কলেজ ইকনোমিক্সের অ্যাসিস্টেন্ট প্ৰফেসর পদে ওয়াক-ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগের জন্য একটি আবেদনপত্ৰ আহ্বান করেছে।
পদের নামঃ অ্যাসিস্টেন্ট প্ৰফেসর(ইকনোমিক্স)
পদের সংখ্যাঃ ০১
বয়সের সীমাঃ ৩৮ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ প্ৰার্থীদের মাস্টার ডিগ্ৰি পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ৫৫% নম্বর থাকতে হবে। এসসি/এসটি/পিডব্লিউডি প্ৰার্থীর ক্ষেত্ৰে ৫০%)এবং সেইসঙ্গে নেট/শ্লেট/সেট ক্লিয়ার থাকা চাই।
কাজের অভিজ্ঞতাঃ নতুনরাও আবেদন করতে পারবেন।
পে স্কেলঃ ৫৭,৭০০-১,৮২,৪০০ টাকা
বাছাই প্ৰক্ৰিয়াঃ সাক্ষাৎকারে পারফরম্যান্সের ভিত্তিতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনু্যায়ী প্ৰার্থী বাছাই করা হবে।
আবেদনের প্ৰক্ৰিয়াঃ আগ্ৰহী প্ৰার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের আবেদনপত্ৰ সব প্ৰাসঙ্গিক নথিপত্ৰের সেলফ অ্যাটাস্টেড কপি এবং সেইসঙ্গে ২০০০ টাকার ডিমান্ড ড্ৰাফট প্ৰিন্সিপাল অ্যান্ড সেক্ৰেটারি মাজুলি কলেজের অনুকূলে,পেয়েবল অ্যাট ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া কমলাবাড়ি শাখা,প্ৰিন্সিপাল অ্যান্ড সেক্ৰেটারি মাজুলি কলেজের কার্যালয়ে,পিও-কমলাবাড়ি,জেলা-মাজুলি,পিন-৭৮৫১০৬ এই ঠিকানায় পাঠাতে হবে।
শেষ তারিখঃ ১০-০৩-২০২০
Details: Click Here
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আইআইটি গুয়াহাটি রিক্ৰুটমেন্ট ২০২০