Begin typing your search above and press return to search.

মালাদে প্ৰেমিকাকে চুরিকাঘাত করে বহুতল বাড়ির দশ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্ৰেমিক

মালাদে প্ৰেমিকাকে চুরিকাঘাত করে বহুতল বাড়ির দশ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্ৰেমিক

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 Oct 2019 12:50 PM GMT

মুম্বইঃ প্ৰেমে প্ৰত্যাখ্যাত হয়ে এক ব্যক্তি তার ১৭ বছর বয়সী বান্ধবীকে ছুরিকাঘাত করে নিজে আত্মহত্যার পথ বেছে নেয়। হাতের কব্জি কেটে যুবকটি একটি বিল্ডিঙের দশ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মালাদ ইস্টে।

পুলিশ আত্মঘাতী যুবকটিকে মঙ্গেশ রানে(২৪)নামে শনাক্ত করেছে। ছেলেটি মালাদ ইস্ট এলাকার আম্বেদনগরের বাসিন্দা। মা,বাবা ও বোনের সঙ্গে আম্বেদনগরে থাকতো সে। এলাকাটি কুরার থানা এলাকার এক্তিয়ারভুক্ত। পুলিশের মতে,ছুরিকাঘাতে মেয়েটি গুরুতর আহত হয়েছে। তাকে সঙ্গে সঙ্গেই স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেয়েটির অবস্থা খুবই সংকটজনক এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে।

পুলিশ সূত্ৰের মতে,রানে একটি বেসরকারি ফার্মের হাউসকিপিং বিভাগে কাজ করছিল। সোমবার দুপুর ১২-৩০ নাগাদ মালাদ ইস্ট-এর ত্ৰিবেণী নগরের একটি উঁচু বাড়ির দশ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় যুবকটি। প্ৰাথমিক তদন্তের রিপোর্টে বলা হয়েছে মেয়েটির বয়েস মাত্ৰ ১৭ বছর। ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতো সে। মেয়েটি এসএনডিটি মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰী। ‘আমরা স্থানীয় মানুষ এবং আত্মীয়কে প্ৰশ্ন করলে মেয়েটির মা বলেন,রানে এবং তাঁর মেয়ের মধ্যে গত দেড় বছর ধরে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। মেয়েটির মা আরও বলেন,বিয়ের প্ৰস্তাব নিয়ে রানে একবার তাদের ফ্ল্যাটে এসেছিল। কিন্তু তাঁর মেয়ে বিয়ের প্ৰস্তাব উড়িয়ে দেয়। কারণ সে এখনও অপরিণত এবং পড়াশোনা করছে’। তদন্তে নিয়োজিত পুলিশ সূত্ৰ থেকে একথা জানা গিয়েছে।

‘পুলিশ কণ্ট্ৰোল রুম থেকে ফোন পাওয়ার পর আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং বিল্ডিং চত্বরে রক্তাক্ত অবস্থায় যুবকটিকে পড়ে থাকতে দেখি। যুবকটি তার বা হাতের কব্জি কাটতে যে ছুরিটি ব্যবহার করেছিল সেটিও মৃতদেহের পাশে পড়ে থাকতে দেখা গেছে। তদন্তে এটা বোঝা গেছে যুবকটি বহুতল বাড়ির ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে’-বলেন একজন পুলিশ আধিকারিক। যুবকটি যে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছিল পুলিশ ওই ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ দেখতে পায়। এরপর পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়েটিকে আহত অবস্থায় দেখে-বলেন পুলিশ কর্তা।

ঘটনার দিন মেয়েটির মা বাইরে গিয়েছিলেন। তাই রানে এবং মেয়েটির মধ্যে কী কথাবার্তা হয়েছে তা এখনও জানা যায়নি। মেয়েটির বিবৃতি পেলে পুলিশ এ বিষয়ে জানতে পারবে। ‘আমরা এটাকে একটা দুর্ঘটনাজনিত এবং হত্যার চেষ্টা বলে মৃতের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছি। তবে ঘটনার তদন্ত চলছে-বলেন কুরার থানার সিনিয়র ইন্সপেক্টর বাবাসাহেব সালানখে।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ রাস্তায় জমে যাওয়া জল নালায় ঠেলে দিয়ে প্ৰশংসা কুড়োলেন কর্নাটকের পুলিশ অফিসার

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Swachcha Bharat Abhiyan by Green Aashiyana Social Welfare Society in Biswanath

Next Story
সংবাদ শিরোনাম