তিনসুকিয়া শহরের নাগরিক সমস্যা সমাধানে জেলা প্ৰশাসনের বৈঠক

তিনসুকিয়া শহরের নাগরিক সমস্যা সমাধানে জেলা প্ৰশাসনের বৈঠক
Published on

তিনসুকিয়াঃ তিনসুকিয়া প্ৰেসক্লাব(টিপিসি)শহরের নাগরিকদের সামনে দেখা দেওয়া বিভিন্ন সমস্যার উল্লেখ করে জেলাশাসককে যে স্মারকপত্ৰ দিয়েছিল সে ব্যাপারে সাড়া দিতে জেলা প্ৰশাসন বৃহস্পতিবার জেলাশাসকের কনফারেন্স হলে এক বৈঠক ডাকে। তিনসুকিয়ার জেলাশাসক ওইনাম শরনকুমার সিং,পুলিশ সুপার শিলাদিত্য চেতিয়া,এএসপি আসিফ আহমেদ তিনসুকিয়ার বিধায়ক সঞ্জয় কিষেণ,তিনসুকিয়া পুর বোর্ডের কর্মকর্তা,ডিটিও এবং যুব ও ছাত্ৰ সংগঠনের প্ৰতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে।

শহরের নাগরিকদের ১৩টি সমস্যার প্ৰতি আলোকপাত করে তিনসুকিয়া প্ৰেস ক্লাব স্মারকপত্ৰটি দাখিল করেছিল। গত ৭ সেপ্টেম্বর তিনসুকিয়া প্ৰেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সভায় ইস্যুগুলি নিয়ে আলোচনার পরই জেলাশাসককে স্মারকপত্ৰ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচনার উদ্যোগ নিয়ে এডিসি গুরনেল সিং বলেন,যানবাহন চলাচল,পুর ইস্যু সহ শহরের বেশকিছু জ্বলন্ত সমস্যার সমাধান সূত্ৰ খোঁজার লক্ষ্যেই বৈঠকটি ডাকা হয়েছে। তিনসুকিয়া প্ৰেস ক্লাব ইতিমধ্যেই শহরের এই সমস্ত সমস্যার প্ৰতি আলোকপাত করেছে।

শহরের যত্ৰতত্ৰ বেআইনিভাবে ট্ৰাক পার্কিং,ই-রিকশাগুলোর অনিয়ন্ত্ৰিত চলাচলের জন্য ট্ৰাফিক জ্যাম হওয়া,অবৈধ নির্মাণ,ফেরিওয়ালাদের সড়ক দখল করে রাখা,খাবারের দোকান এবং পার্কিং ইত্যাদি বিষয়ে বৈঠকে অনুপুঙ্খ আলোচনা করা হয়।

ট্ৰাফিক ইস্যু নিয়ে আলোচনাকালে পুলিশ সুপার শিলাদিত্য চেতিয়া বলেন,দুর্গা পুজোর সময় ট্ৰাফিক নিয়ন্ত্ৰণে সব ধরনের ব্যবস্থাই গ্ৰহণ করা হবে যাতে পুজোর আনন্দ কোনওভাবেই বিঘ্নিত না হয়। নিজের বক্তব্য শেষ করার আগে চেতিয়া সাংবাদিকদের সঙ্গে মাসে কমপক্ষেও একবার মত বিনিময়ের ওপর গুরুত্ব দেন।

জেলাশাসক ওইনাম শরনকুমার সিং তিনসুকিয়া প্ৰেস ক্লাবের এই পদক্ষেপের তারিফ করে তিনসুকিয়া পুর বোর্ডকে বিশেষ করে রাজস্ব সংগ্ৰহ ও অন্যান্য বিষয়ে প্ৰচার মাধ্যমের সঙ্গে তথ্য শেয়ার করার আহ্বান জানান।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: All Assam Gorkha Chatra Sanstha protest in Tinsukia | The Sentinel News | Assam News

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com