Begin typing your search above and press return to search.

রাষ্ট্ৰপতি কোবিন্দ বিচারপতি এসএ বোবদে-কে দেশের পরবর্তী সিজেআই পদে নিয়োগ করলেন

রাষ্ট্ৰপতি কোবিন্দ বিচারপতি এসএ বোবদে-কে দেশের পরবর্তী সিজেআই পদে নিয়োগ করলেন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 Oct 2019 1:43 PM GMT

রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ মঙ্গলবার দেশের পরবর্তী মুখ্য বিচারপতি(সিজেআই)পদে বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নিয়োগ পত্ৰে স্বাক্ষর করেছেন। বিচারপতি বোবদে আগামি ১৮ নভেম্বর দেশের ৪৭তম মুখ্য বিচারপতি(সিজেআই)হিসেবে শপথ নেবেন। ২০২১ সালের ২৩ এপ্ৰিল পর্যন্ত সুপ্ৰিমকোর্টের সিজেআই পদে তাঁর কার্যকাল হবে। বিচারপতি বোবদে-র জন্ম ১৯৫৬ সালের ২৪ এপ্ৰিল। নাগপুরের একটি আইনজীবী পরিবার থেকে উঠে এসেছেন তিনি। শরদ বোবদে-র বাবা অরবিন্দ বোবদে ১৯৮০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত মহারাষ্ট্ৰের অ্যাডভোকেট জেনারেল ছিলেন। তাঁর দাদুও ছিলেন একজন আইনজীবী।

বর্তমান মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ চলতি বছরের ১৭ নভেম্বর অবসর নিচ্ছেন। মুখ্য বিচারপতি গগৈ ২০১৮-র ৩ অক্টোবর সিজেআই-র দায়িত্বভার গ্ৰহণ করেছিলেন। মুখ্য বিচারপতি গগৈই গত ১৮ অক্টোবর বিচারপতি বোবদেকে তাঁর উত্তরসূরি হিসেবে নিয়োগ করার জন্য আনুষ্ঠানিকভাবে সুপারিশ জানিয়েছিলেন।

বিচারপতি বোবদে ১৯৯৮ সালে বরিষ্ঠ আইনজীবী হন এবং ২০০০ সালের ২৯ মার্চ তাঁকে বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। ২০১২ সালে বোবদে মধ্যপ্ৰদেশ হাইকোর্টে মুখ্য বিচারপতি হিসেবে যোগ দেন। ২০১৩ সালে সুপ্ৰিমকোর্টের বিচারপতি হিসেবে পদোন্নতি হয় তাঁর।

বোবদে অযোধ্যার মন্দির মসজিদ মামলা,আধার,আতশবাজির বিরুদ্ধে পিটিশন ইত্যাদি সহ সুপ্ৰিম কোর্টের কয়েকটি শীর্ষ মামলার সঙ্গে জড়িত রয়েছেন। সুপ্ৰিম কোর্টের বরিষ্ঠ বিচারপতিদের মধ্যে দ্বিতীয় তিনি। সুপ্ৰিম কোর্টে মুখ্য বিচারপতি পদে তাঁর কার্যকালের সময়সীমা হবে ১৭ মাস।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ তিন তলা থেকে নিচে চলন্ত রিকশায় গিয়ে পড়লো শিশু

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: One Person Killed in a Road Accident on the NH-38 in Digboi.

Next Story
সংবাদ শিরোনাম