অসমের পাঁচ জেলায় পাইপে প্ৰাকৃতিক গ্যাস সরবরাহের ব্যবস্থা হচ্ছেঃ পাটোয়ারি

অসমের পাঁচ জেলায় পাইপে প্ৰাকৃতিক গ্যাস সরবরাহের ব্যবস্থা হচ্ছেঃ পাটোয়ারি
Published on

গুয়াহাটিঃ অসমকে ন্যাশনাল গ্যাস গ্ৰিড পাইপলাইনের সঙ্গে জোড়ার উচ্চাশামূলক প্ৰকল্পটির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এব্যাপারে আসাম গ্যাস কোম্পানি লিমিটেড(এজিসিএল)অয়েল ইন্ডিয়া লিমিটেড(অয়েল)এবং গেইল,গ্যাস লিমিটেড(জিজিএল)বৃহস্পতিবার একটি যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছে। পাঁচটি জেলার প্ৰতি ঘরে এবং বাণিজ্যিক ও শিল্প প্ৰতিষ্ঠানে পাইপে গ্যাস সংযোগ দেওয়ার লক্ষ্যেই এই চুক্তি স্বাক্ষর করা হয়। রাজ্যের উদ্যোগ ও শিল্প দপ্তরের মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি একথা জানান।

বৃহস্পতিবার যৌথ চুক্তি স্বাক্ষর উপলক্ষে জনতা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন তিনি। পাটোয়ারি বলেন,বিহারের বারাউনি এবং গুয়াহাটির মধ্যে গ্যাস পাইপলাইন নির্মাণের কাজ শুরু হয়েছে। তিনি বলেন,গুয়াহাটি শোধনাগারের সঙ্গে প্ৰস্তাবিত গ্যাস পাইপলাইন সংযোগের কাজ ২০২০ সালের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। গেইল(জিএআইএল)এই নির্মাণের কাজ চালাচ্ছে এবং কোম্পানিটি ইতিমধ্যেই গুয়াহাটিতে তাদের কার্যালয় স্থাপন করেছে।

পাটোয়ারি বলেন,প্ৰস্তাবিত গ্যাস পাইপলাইন অসমের ক্ষেত্ৰে একটা জীবনরেখা হবে এবং এটা রাজ্যে প্ৰাকৃতিক গ্যাসের সংকট মোচনে সাহা্য্য করবে। তিনি বলেন,রাজ্যে বর্তমানে যে তেল ও গ্যাস ফিল্ড রয়েছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণে গ্যাস উৎপাদন হচ্ছে না,যা দিয়ে রাজ্যের চা বাগানগুলিতে থাকা কয়েকশো চা ফ্যাক্টরি সহ বিভিন্ন শিল্পোদ্যোগের চাহিদা মেটানো যেতে পারে। ‘ওএনজিসি পর্যাপ্ত পরিমাণে গ্যাসের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। পুরো শিল্প সেক্টরকে প্ৰয়োজনীয় গ্যাস পাওয়ার জন্য সম্পূর্ণভাবে অয়েলের ওপর নির্ভর করতে হচ্ছে’-বলেন তিনি। মন্ত্ৰীর মতে,বারাউনি থেকে গুয়াহাটি সেকশনে ন্যাশনাল গ্যাস গ্ৰিড-এর কাজ ২০২০ সালের ডিসেম্বর অবধি সম্পূর্ণ হতে পারে। এরপরই ইন্দ্ৰধনুস গ্যাস গ্ৰিড লিমিটেড উত্তর পূর্বাঞ্চলের আট রাজ্যকে ন্যাশনাল গ্যাস গ্ৰিডের সঙ্গে সংযোগ করার কাজ সম্পাদন করবে।

অন্যদিকে এজিসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর আদিত্য কুমার শর্মা,এগজিকিউটিভ ডিরেক্টর(বিজনেস ডেভেলপমেন্ট),অয়েল,এস কে সিং এবং জিজিএল-এর সিইও একে জানা বৃহস্পতিবার রাজ্যের পাঁচ জেলায় পাইপলাইনে গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারে ওই যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন। পাটোয়ারি ছাড়াও মুখ্যমন্ত্ৰীর প্ৰচার উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী,সদিয়ার বিধায়ক তথা এজিসিএল-এর চেয়ারম্যান বলিন চেতিয়া এবং রাজ্য সরকারের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিল্প ও বাণিজ্য দপ্তরের এক প্ৰেস বিবৃতিতে বলা হয়েছে,প্ৰাথমিক পর্যায়ে কামরূপ(মেট্ৰো),কাছাড়,হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার শিল্প,বাণিজ্য ও ঘরোয়া গ্ৰাহকদের পাইপলাইনে প্ৰাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। রাজ্যে মানুষের জীবন যাত্ৰার মান উন্নত করতেই নেওয়া হচ্ছে এই পদক্ষেপ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com