সুবনশিরি জলবিদ্যুৎ প্ৰকল্প নিয়ে এমওএ স্বাক্ষরিত

সুবনশিরি জলবিদ্যুৎ প্ৰকল্প নিয়ে এমওএ স্বাক্ষরিত

ন্যাশনাল হাইড্ৰো ইলেকট্ৰিক পাওয়ার কর্পোরেশন(এনএইচপিসি)২০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নিম্ন ’সুবনশিরি জল বিদ্যুৎ প্ৰকল্প নির্মাণের কাজ ফের শুরু করতে প্ৰস্তুত হয়ে রয়েছে। শুক্ৰবার অসম সরকারের সঙ্গে কর্পোরেশনের একটি সমঝোতা চুক্তি(এমওএ)স্বাক্ষরিত হয়। চলতি বর্ষা মরশুম শেষ হতেই প্ৰকল্পের কাজে ফের হাত দেবে এনএইচপিসি। অসম সরকারের হয়ে ওই চুক্তিতে স্বাক্ষর করেন প্ৰিন্সিপাল সেক্ৰেটারি নীরজ ভার্মা। পাওয়ার কর্পোরেশনের পক্ষে চুক্তিতে সই দেন সিএমডি বলরাজ যোশি। এনএইচপিসির ডিরেক্টর(টেকনিক্যাল)জনার্দন চৌধারির উপস্থিতিতে গৌহাটিতে এই সমঝোতা চুক্তি(এমওএ)স্বাক্ষরিত হয়। রাজ্য সরকারের সচিব(বিদ্যুৎ)সৈয়দ হাসিনা মুরশিদ রহমান,এনএইচডিসি-র এমডি একে মিশ্ৰ,এসএলএইচপি-র এগজিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ ভাট এবং রাজ্য সরকার ও এনএইচপিসির অন্যান্য বরিষ্ঠ কর্মকর্তারা এমওএ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অসম-অরুণাচল প্ৰদেশের সীমান্ত সুবনশিরি নিম্ন জল বিদ্যুৎ প্ৰকল্পটির(এসএলএইচপি)নির্মাণ স্থল। এটিই হবে বর্তমানে দেশের সর্ববৃহৎ জল বিদ্যুৎ প্ৰকল্প। নির্মীয়মাণ এই জল বিদ্যুৎ প্ৰকল্পের ক্ষমতা হবে ২০০০ মেগাওয়াট। প্ৰকল্পটি থেকে বার্ষিক বিদ্যুৎ উৎপাদন হবে ৭,৪২১.৫৯ এমইউ।

বলা হয়েছে সুবনশিরি প্ৰকল্পটি সুবনশিরি নদীর বন্যার প্ৰকোপ কমাতে সাহায্য করবে। বিভিন্ন গোষ্ঠীর চাপের জন্য ২০১১ সাল থেকে সুবনশিরি জলবিদ্যুৎ প্ৰকল্পের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বিভিন্ন কমিটি প্ৰকল্পটি খতিয়ে দেখে প্ৰতিকারমূলক ব্যবস্থা গ্ৰহণের সুপারিশ করেছে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: CRPF seized 10 kg of Ganja in Sivasagar | The Sentinel News | Assam News

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com