ঝাড়খণ্ডে গণপিটুনিতে যুবক খুনের ঘটনায় আমি ব্যথিতঃ মোদি

ঝাড়খণ্ডে গণপিটুনিতে যুবক খুনের ঘটনায় আমি ব্যথিতঃ মোদি

নয়াদিল্লিঃ ‘ঝাড়খণ্ডে উন্মত্ত দুষ্কৃতীরা এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় আমি ব্যথিত’। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি বুধবার একথা বলেন। তবে এই ঘটনার জন্য রাজ্যকে দোষারোপ করা কোনওভাবেই উচিত নয় বলে মনে করেন মোদি। একসপ্তাহ আগে ঝাড়খণ্ডে গণপ্ৰহারে এক যুবকের মৃত্যু ঘটে। বুধবার রাজ্যসভায় বক্তব্য পেশ করতে গিয়ে মোদি বলেন,এই ঘটনায় আমি দুঃখ পেয়েছি। কংগ্ৰেস এই ঘটনার জন্য পুরো ঝাড়খণ্ড রাজ্যকে কাঠগড়ায় তুলেছে এবং রাজ্যটিতে মুভ লিনচিঙের আখড়া বলে অভিহিত করেছে। প্ৰধানমন্ত্ৰী বলেন,এই ঘটনায় আমার মতো আরও অনেককেই ব্যথিত। কিন্তু ঘটনার জন্য কংগ্ৰেস যেভাবে পুরো রাজ্যকে কাঠগড়ায় নিয়ে তুলেছে এটা মোটেই ঠিক নয়। কারণ রাজ্যকে অপমান করার অধিকার কারো নেই-বলেন মোদি।

সংসদে রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ-এর ভাষণের ওপর ধন্যবাদ জানাতে গিয়ে প্ৰধানমন্ত্ৰী বলেন,ঝাড়খণ্ডের ঘটনা নিয়ে কিছু লোক রাজ্যসভায় গোটা ঝাড়খন্ডকে ‘লিনচিং হাব’ বলাটা সুস্থ রাজনীতির লক্ষণ নয়। কেন তারা গোটা রাজ্যকে তিরস্কার করছে? ঝাড়খণ্ডকে এভাবে তিরস্কার করার অধিকার আমাদের কারোরই নেই’-উল্লেখ করেন মোদি।

উল্লেখ্য,গত সপ্তাহে রাঁচিতে তবরেজ আনসারি নামের এক যুবককে সাইকেল চুরির দায়ে একদল দুষ্কৃতী গণপিটুনি দিয়ে হত্যা করে। দুষ্কৃতীরা ওই যুবকটিকে জয় শ্ৰীরাম বলতেও বাধ্য করায়। এই ঘটনা নিয়ে সারা দেশে আলোড়নের সৃষ্টি হয়। প্ৰধানমন্ত্ৰী আরও বলেন,এই ঘটনায় জড়িত দোষীরা অবশ্যই শাস্তি পাবে। বিহারে এনকেফেলাইটিসে শতাধিক শিশুর মৃত্যুতেও দুঃখ প্ৰকাশ করেন মোদি।

মোদি এদিন আবারও কংগ্ৰেসকে বিঁধতে ছাড়েননি। একই সঙ্গে প্ৰধানমন্ত্ৰী ভারতের অর্থনীতি ৫ ট্ৰিলিয়নে উন্নীত করার ব্যাপারে বিরোধীদের সমর্থনও চান।

কংগ্ৰেসকে কটাক্ষ করে প্ৰধানমন্ত্ৰী আরও বলেন,লোকসভা নির্বাচনে বিশাল জনরায়ের পরও আপনারা বলছেন বিজেপি জিতেছে,দেশ হেরেছে। এ ধরনের মন্তব্যে কোনও যুক্তি আছে কি-প্ৰশ্ন তোলেন মোদি। সম্প্ৰতি অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে পরাজয়ের জন্য কংগ্ৰেস ইভিএমকে দোষারোপ করছে। ইভিএম-এর মাধ্যমে আগেও নির্বাচন হয়েছে। সব রাজনৈতিক দলই ভোটে জয়ী হয়েছে। কিন্তু ওই সময় তো ইভিএম নিয়ে কেউ প্ৰশ্ন তোলেনি-বুধবার এভাবেই কংগ্ৰেসের বিরুদ্ধে পাল্টা আক্ৰমণ শানান প্ৰধানমন্ত্ৰী।

মোদি আরও বলেন,‘নির্বাচনে পরাজিত হয়ে কংগ্ৰেস এখন জনরায়কেই অপমান করছে। হতাশা কংগ্ৰেসকে ঘিরে ধরেছে। তাই তারা বলছে বিজেপি জিতেছে,দেশ হেরেছে,গণতন্ত্ৰের পরাজয় হয়েছে। আসলে কংগ্ৰেস নির্বাচনে ঘটে যাওয়া চরম বিপর্যয়কে কিছুতেই মেনে নিতে পারছে না’।

১৭টি রাজ্যে কংগ্ৰেস একটি আসনেও জিততে পারেনি। আর এরজন্যই তারা দাবি করছে দেশ নির্বাচনে হেরেছে। কংগ্ৰেসের এধরনের বিবৃতি জনাদেশকে আঘাত করারই শামিল। এধরনের বিবৃতি দিয়ে কংগ্ৰেস দেশের জনগণকে অবমাননা করছে-বলেন প্ৰধানমন্ত্ৰী।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com