Begin typing your search above and press return to search.

কাজাখস্তানে ১০০ যাত্ৰী নিয়ে ভেঙে পড়লো বিমান

কাজাখস্তানে ১০০ যাত্ৰী নিয়ে ভেঙে পড়লো বিমান

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 Dec 2019 12:22 PM GMT

নুর-সুলতানঃ কাজাখস্তানে শুক্ৰবার সকালে এক ভয়ংকর বিমান দুর্ঘটনা ঘটে। কাজাখস্তানের আলমাতি বিমানবন্দর থেকে আকাশে ওড়ার কিছুক্ষণ পরই বিমানটি ভেঙে পড়ে। ১০০ জন যাত্ৰী নিয়ে আকাশে উড়েছিল বিমানটি। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিমান কর্তৃপক্ষ মৃতের সংখ্যা এখনও ঘোষণা করেনি। বেক এয়ারের এই যাত্ৰীবাহী বিমানটি আলমাতি বিমানবন্দর থেকে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে। কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাতি থেকে বিমানটি পাড়ি দিয়েছিল দেশের রাজধানী শহর নুর-সুলতানের উদ্দেশে। ঘটনার খবর পেয়েই উদ্ধারকারী দল ছুটে যায় অকুস্থলে। এপর্যন্ত উদ্ধার হওয়া যাত্ৰীদের তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। অভিশপ্ত বিমানটি ওই এলাকার একটি দোতলা বাড়ির ওপর ভেঙে পড়ে। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই কোনও কিছুর সঙ্গে ধাক্কা লেগেই বিমানটি ভেঙে পড়ে বলে আঁচ করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে যে সমস্ত ভিডিও ও ছবি এসেছে তাতে দেখা গেছে একজন মহিলা অ্যাম্বুলেন্সের জন্য আর্তনাদ করছেন। ওই সব ভিডিও ছবিতে আরও দেখা গিয়েছে বিমানের ককপিট ওই বাড়ির একপাশে ঝুলে রয়েছে। দেশের রাষ্ট্ৰপ্ৰধান কাশিম জোমারত দুর্ঘটনায় হতাহতদের প্ৰতি গভীর সমবেদনা প্ৰকাশ করেছেন। দুর্ঘটনার কারণ জানতে একটি বিশেষ কমিটি গড়া হবে বলে জানা গেছে। এরআগে ২০১৩ সালের ২৯ জানুয়ারি আলমাতি এয়ারপোর্টের কাছেই ভেঙে পড়েছিল একটি বিমান। এই দুর্ঘটনায় প্ৰাণ হারিয়েছিলেন ২০ জন। এরপর ২০১৬-র ২৬ ডিসেম্বর কাজাখস্তানে একটি সামরিক বিমান দুর্ঘটনায় ২৭ জন প্ৰাণ হারয়েছিলেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ ক্যা,এনআরসি বাতিলের দাবিতে ফের প্ৰতিবাদ মিছিলে মমতা

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Public meeting on Protection of the indigenous communities held in Tinsukia

Next Story
সংবাদ শিরোনাম