উ.পুবে আরও মেডিক্যাল কলেজ হচ্ছে,দিল্লি ৯০ শতাংশ খরচ বহন করবে

উ.পুবে আরও মেডিক্যাল কলেজ হচ্ছে,দিল্লি ৯০ শতাংশ খরচ বহন করবে

গুয়াহাটিঃ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে আরও মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। এধরনের প্ৰতিষ্ঠান স্থাপনে খরচের ৯০ শতাংশ বহন করবে কেন্দ্ৰীয় সরকার। কেন্দ্ৰীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰকের স্কিমের অধীনেই এই মেডিক্যাল কলেজগুলি স্থাপন করা হবে। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সরকারকে এই সব মেডিক্যাল কলেজ স্থাপনে মোটেই বড় ধরনের কোন ঝক্কি নিতে হচ্ছে না। রাজ্য সরকারগুলোকে মোট খরচের মাত্ৰ ১০ শতাংশ ব্যয় বহন করলেই চলবে।

দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্ৰে এজাতীয় প্ৰতিষ্ঠান স্থাপনে কেন্দ্ৰীয় সরকার সাধারণত মোট খরচের ৬০ শতাংশ অর্থ ব্যয় করে থাকে। মেডিক্যাল কলেজ স্থাপনের মতো স্কিমগুলো কার্যকরী করতে দেশের অন্যান্য রাজ্যের সরকারগুলোকে ব্যয় করতে হয় মোট খরচের ৪০ শতাংশ। তবে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য সমূহের ক্ষেত্ৰে খরচের নিয়মে বিশাল ফারাক রয়েছে। উত্তর পূর্বাঞ্চলে নতুন মেডিক্যাল কলেজ স্থাপনে খরচের আনুপাতিক হার হলো ৯০ঃ১০।

সূত্ৰটি বলেছে,উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মেডিক্যাল কলেজ স্থাপনে যেহেতু মোট খরচের মাত্ৰ ১০ শতাংশ অবদান রাখতে হয়,সেইহেতু উত্তর পুবের অধিকাংশ রাজ্য সরকারই এখন এই সুবিধা গ্ৰহণে এগিয়ে এসেছে। এমন কি এই অঞ্চলের রাজ্য সরকারগুলি নতুন মেডিক্যাল স্থাপনে এখন বিস্তারিত প্ৰোজেক্ট রিপোর্ট প্ৰস্তুতির কাজ শুরু করে দিয়েছে।

কেন্দ্ৰীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰকের এই স্কিম অনু্যায়ী অদূর ভবিষ্যতে উত্তর পুবের সব রাজ্যেই মেডিক্যাল কলেজ গড়ে উঠবে বলে সূত্ৰটি উল্লেখ করেছে।

অসমে বর্তমানে ছটি মেডিক্যাল কলেজ গড়ে উঠেছে। এগুলো রয়েছে গুয়াহাটি,ডিব্ৰুগড়,শিলচর,যোরহাট,তেজপুর ও বরপেটায়। বর্তমানে ধুবড়ি,লখিমপুর,নগাঁও ও ডিফুতে আরও চারটি মেডিক্যাল কলেজ নির্মীয়মাণ অবস্থায় রয়েছে। ২০২০-২১ সালের মধ্যে এই চারটি মেডিক্যাল কলেজ কর্মক্ষম হয়ে উঠবে-এমনটাই আশা করা হচ্ছে। ঘোষিত তিনটি মেডিক্যাল কলেজ কার্যক্ষম হয়ে উঠলে রাজ্যে মোট মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে ১৩টিতে দাঁড়াবে। রাজ্য সরকার নলবাড়ি,কোকরাঝাড় এবং তিনসুকিয়া এই তিনটি মেডিক্যাল কলেজ স্থাপনের শিলান্যাস পর্ব ইতিমধ্যে সেরে নিয়েছে। গোটা উত্তর পূর্বাঞ্চলে অসমেই সর্বাধিক সংখ্যক মেডিক্যাল কলেজ গড়ে উঠবে।

উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে এধরনের আরও মেডিক্যাল কলেজ স্থাপনের প্ৰয়োজনীয়তা রয়েছে। আরও বেশি সংখ্যক চিকিৎসক বের করে আনার লক্ষ্যে উত্তর পুবের অন্যান্য রাজ্যেও আরও মেডিক্যাল কলেজ স্থাপন এখন অনিবার্য হয়ে পড়েছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজের অবসর প্ৰাপ্ত ফ্যাকাল্টি ডা. হাফিজ আহমেদ কথাগুলি বলেন।

অন্যান্য খবরের জন্য পড়ুনঃ দিশপুর ২২১ জন এফটি বিচারপতি নিয়োগ করলো

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Bike Borne Robbers loot Man at Digboi-Duliajan Road, Takes away Cash

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com