কোকরাঝাড়ঃ বোড়ো রাজ্য আন্দোলনকারী গোষ্ঠী আর দেরি না করে দীর্ঘদিনের ঝুলে থাকা বোড়োল্যান্ড ইস্যু সম্পর্কে একটা বাস্তবসম্মত নীতি গ্ৰহণ করে এর সমাধান করতে কেন্দ্ৰীয় সরকারকে আর্জি জানিয়েছে। আন্দোলনকারী গোষ্ঠী এই হুমকিও দিয়েছে যে কেন্দ্ৰ যদি তেলেঙ্গানা,জম্মু ও কাশ্মীর এবং লদাখের ধাঁচে বোড়োল্যান্ড ইস্যুর চটজলদি ও সময়ভিত্তিক সমাধানে সচেষ্ট না হয় তাহলে আগামি দিনে তারা দিল্লিতে তৃণমূল স্তরে গণতান্ত্ৰিক আন্দোলন শুরু করবে।
সারা বোড়ো ছাত্ৰ সংস্থার(আবসু)সভাপতি প্ৰমোদ বোড়ো,এনডিএফবি সভাপতি(পি)সভাপতি গোবিন্দ বসুমতারি এবং পিজেএসিবিএম-এর আহ্বায়ক রাকেশ বোড়ো সোমবার এক বিবৃতিতে বলেন,জম্মু ও কাশ্মীর এবং লদাখকে বিভাজন করে যে দুটি কেন্দ্ৰশাসিত অঞ্চল গঠন করা হয়েছে তার প্ৰতি বোড়োল্যান্ড আন্দোলনকারী সংগঠন স্বাগত জানিয়েছে। জম্মু ও কাশ্মীরে বিধানসভা রেখে এবং লদাখে বিধান সভা ছাড়া দুটি স্থানকে কেন্দ্ৰশাসিত অঞ্চল হিসেবে বিভাজন করেছে কেন্দ্ৰ।
‘বোড়োল্যান্ড আন্দোলনকারী সংস্থা বিশ্বাস করে আইন ও বিচার মন্ত্ৰক সংবিধানের ৩৭০(১)ধারার ক্ষমতা রদ করতে যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে এই ইঙ্গিত মিলেছে যে কেন্দ্ৰের রাজনৈতিক সদিচ্ছা থাকলে সব বাধাই অতিক্ৰম করা যেতে পারে। তাই আমরা চাই কেন্দ্ৰীয় সরকার বোড়োল্যান্ডের মতো দীর্ঘদিনের ঝুলে থাকা সমস্যাগুলোর সমাধানে জরুরি ভিত্তিতে ওই একই সদিচ্ছাকে কার্যকরী করুক’-বলেন নেতারা। তাঁরা আরও বলেন,নতুন রাজ্য অথবা কেন্দ্ৰশাসিত অঞ্চল গঠনে সংসদের উভয় সদনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ‘বোড়োল্যান্ড দেশের মধ্যে দীর্ঘদিনের পুরনো দাবি। বোড়োল্যান্ড আন্দোলনের একটা রক্তাক্ত অধ্যায়ও রয়েছে। ওই আন্দোলনে ৫ হাজারের বেশি নিরীহ মানুষকে প্ৰাণ দিতে হয়েছিল। ৫০ বছরের বোড়ো আন্দোলনে ২০ হাজারের বেশি বোড়ো মানুষ জেল খেটেছেন। উপর্যুপরি সরকার ক্ষমতায় এসেছে কিন্তু কেউই বোড়োল্যান্ড ইস্যুর সমাধানে সচেষ্ট হয়নি। এটা শুধু অন্যায়ই নয়,সংবিধানের ২ ও ৩ অনুচ্ছেদ অবমাননার শামিল’-বলেন তারা।
এদিকে,পিপলস জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বোড়োল্যান্ড মুভমেন্ট(পিজে এসিবিএম)এবং সারা বোড়ো ছাত্ৰ সংস্থা(আবসু)পৃথক বোড়োল্যান্ড রাজ্যের দাবিতে ওদালগুড়িতে এক জনসমাবেশেরও আয়োজন করে। বাকসা,শোণিতপুর ও ওদালগুড়ির হাজার হাজার মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে সোমবার এই সমাবেশে অংশ নেন। পিজেএসিবিএম-এর মুখ্য আহ্বায়ক রাকেশ বোড়ো নলবাড়ি খেলার মাঠে সমাবেশের উদ্বোধন করেন। তিনি আশা প্ৰকাশ করেন তাদের পৃথক রাজ্যের দাবি শীঘ্ৰই পূরণ হবে। তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার প্ৰয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
এনডিএফবি-র সাধারণ সম্পাদক বি আনজালু পৃথক বোড়োল্যান্ড রাজ্য নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। আবসু সভাপতি প্ৰমোদ বোড়ো বলেন,কেন্দ্ৰের বিজেপি সরকার কেন্দ্ৰশাসিত অঞ্চল গঠন করে যদি লদাখের মানুষকে ন্যায় দিতে পারে তাহলে বোড়োল্যান্ড সৃষ্টি কেন করতে পারবে না? বোড়োল্যান্ডের স্বপ্ন সাকার করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ অসমের তিন বিশিষ্ট নাগরিকের সঙ্গে দেখা করলেন রিজিজু
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: 'Aponar Apon Ghar' & 'Abhinandan' Scheme inaugurated in Guwahati