টেরিটরিয়াল আর্মিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু করলেন ধোনি

টেরিটরিয়াল আর্মিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু করলেন ধোনি

ভারতীয় ক্ৰিকেট দলের প্ৰাক্তন অধিনায়ক মহেন্দ্ৰ সিং ধোনির ভারতীয় সেনাবাহিনীতে যোগদান এবং কঠোর প্ৰশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত গোটা বিশ্বের কাছে এখন অজ্ঞাত নয়। তবে নতুন কথা হলো সেনা শিবিরে সেনার পোশাকে তাঁকে প্ৰশিক্ষণ নিতে দেখার দৃশ্য। প্ৰাক্তন ‘ক্যাপ্টেন কুল’ এখানেও সেনার পোশাকে শান্ত,সংযত। সারা দেশে এখন এটাই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ভারতীয় সেনার টেরিটরিয়াল আর্মি রেজিমেণ্টের(টিএ)তরফ থেকে এক সরকারি রিপোর্টে বলা হয়েছে যে ভিক্টর ফোর্সের অংশ হিসেবে ধোনি কাশ্মীর উপত্যকায় কাজ করবেন এবং ১৫ আগস্ট অবধি তিনি ডিউটিতে বহাল থাকবেন।

জনৈক সেনা আধিকারিক বলেছেন,তার ১০৬টিএ ব্যাটেলিয়ন ইউনিটে ধোনির ১৫ দিনের ডিউটি আজ থেকে শুরু হলো।

ধোনিকে টেরিটরিয়াল আর্মির প্যারাসুট রেজিমেণ্টে(১০৬ প্যারা টিএ ব্যাটেলিয়ন)লেফটেনাণ্ট কর্নেলের অবৈতনিক পদে নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে ভারতীয় ক্ৰিকেট দলের প্ৰতি বাড়তি দায়িত্বও থাকছে তাঁর কাঁধে। ২০১১ সালেও ক্ৰিকেটারকে এই সম্মান দেওয়া হয়েছিল। ওই সময় আরও দুজন ক্ৰীড়াবিদ অভিনব বিদ্ৰা এবং দীপক রাওকেও এই একই সম্মান দিয়েছিল ভারতীয় সেনা। উইকেটের পিছনে থাকা দক্ষ উইকেট রক্ষকের মতোই ধোনি একইভাবেই এটা প্ৰমাণ করেছেন সেনা কর্মী হিসেবে তিনি কতটা ধৈর্যশীল ও সংযত। আর সেই সুবাদেই ২০১৫ সালে প্যারাট্ৰুপ কোয়ালিফিকেশনও অর্জন করেছিলেন ধোনি।

এখানে উল্লেখ করা যেতে পারে,আগ্ৰা ট্ৰেনিং ক্যাম্পে প্ৰশিক্ষণের সময় ভারতীয় সেনার বিমান থেকে পাঁচটি প্যারাস্যুট ট্ৰেনিং জাম্প সাফল্যের সঙ্গে সম্পাদন করেছিলেন ধোনি।

ভারতের প্ৰাক্তন ক্ৰিকেট অধিনায়ক ধোনির ক্ৰিকেট থেকে অবসর নেওয়ার সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে যখন তাঁর ফ্যান ও অনুগামীদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছিল সেই সময় বাঁচির এই দামাল যুবককে নতুন বেশে দেখা গেল যা দেশের তরুণ সমাজকে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ ও অনুপ্ৰাণিত করবে।

ধোনি আবারও এটা প্ৰমাণ করে দেখালেন নিজের পেশা সম্পর্কে একজন ব্যক্তি ধৈর্য ও আস্থাশীল হলে সংশ্লিষ্ট ব্যক্তির জীবনে তা সে ক্ৰিকেটই হোক অথবা সেনা কর্মী হিসেবে দেশ সেবার কাজে যত বাধাই আসুক না কেন তা তিনি অতিক্ৰম করবেনই।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com